নিজস্ব প্রতিবেদন: রাত পোহালেই তৃণমূলের ২১ জুলাইয়ের সমাবেশে ধর্মতলায় জড়ো হবেন লক্ষ লক্ষ নেতা-কর্মী-সমর্থক। সমাবেশে যোগ দিতে বিভিন্ন জেলা থেকে ইতিমধ্যে কলকাতায় পৌঁছেছেন কয়েক লক্ষ মানুষ। দলীয় তত্ত্বাবধানে বিভিন্ন শিবিরে ঘাঁটি গেড়েছেন তাঁরা। তবে ঘোর বর্ষায় এই সমাবেশে বৃষ্টির ভ্রুকুটি থাকে সব সময়ই। তাতে কখনো বাধ মানেনি জনতা। এবারও কি ২১ জুলাইয়ের সমাবেশে হবে বৃষ্টি? কী বলছে হাওয়া অফিসের পূর্বাভাস? 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শুক্রবার দুপুরে মৌসম ভবনের তরফে প্রকাশিত পূর্বাভাস অনুসারে শনিবারের সমাবেশের সময় বৃষ্টি হতে পারে। হলেও তা হবে হালকা থেকে মাঝারি। পূর্বাভাস অনুসারে দিঘা থেকে ২৯৯ কিলোমিটটার দক্ষিণ-পূর্বে তৈরি হয়েছে একটি সুস্পষ্ট নিম্নচাপ। নিম্নচাপের কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ বেগ ঘণ্টায় ৫৫ কিলোমিটার। পূর্বাভাস অনুসারে ক্রমশ উত্তর, উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে এই নিম্নচাপ।  এর ফলে আগামী ২৪ ঘণ্টায় পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে।


নিম্নচাপের জেরে গাঙ্গেয় বঙ্গে হালকা থেকে মাঝারি বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস। বৃষ্টি হতে পারে উপকূলের জেলাগুলিতে। 


পূর্বাভাস অনুসারে শনিবার বেলা বাড়লে কলকাতা ও সংলগ্ন এলাকায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ে হাওয়া বইতে পারে। সমাবেশের শেষ দিকে নামতে পারে ঝেঁপে বৃষ্টি। ধীরে ধীরে কলকাতা ও লাগোয়া জেলাগুলিতে বাড়তে পারে বৃষ্টিপাতের পরিমান। 


বর্ধমান থেকে ১১০ কিলোমিটার পায়ে হেঁটে ২১ জুলাইয়ের সভায়


ওদিকে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমান কমায় শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমান বৃদ্ধি পেয়েছে। এদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। 


নিম্নচাপের ফলে সমুদ্র উত্তাল থাকায় মত্স্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি হয়েছে। পর্যটকদের সমুদ্রস্নানেও জারি হয়েছে নিষেধাজ্ঞা।