ওয়েব ডেস্ক : ফেয়ারওয়েল পার্টিতে মদ খাওয়ার ছবি ভাইরাল। খবর সংগ্রহে গিয়ে আক্রান্ত ২৪ ঘণ্টার চিত্র সাংবাদিক। কাস্টমস অফিসের ভিতরেই শালকাঠের বাটাম দিয়ে চিত্রসাংবাদিক দীপেনকে মার। কোচবিহারের ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকার ঘটনা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- বাঁকুড়ায় কুপিয়ে খুন তৃণমূল নেতা! 


ঘটনার পর চিত্রসাংবাদিক দীপেনকে প্রথমে চ্যাংড়াবান্ধা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে প্রথমে মেখলিগঞ্জ ও পরে জলপাইগুড়ি জেলা হাসপাতালে রেফার করা হয়। দু'দিন আগে বদলির নির্দেশ আসে কাস্টমসের এক আধিকারিকের। স্থানীয় ব্যবসায়ীরা সেই উপলক্ষ্যে একটি ফেয়ারওয়েল পার্টির আয়োজন করেন বলে খবর। ওই পার্টিতে মদ্যপানের বেশ কিছু ছবি স্থানীয় এলাকায় ভাইরাল হয়ে যায়। ২৪ ঘণ্টার চিত্র সাংবাদিক কাস্টমস অফিসে তথ্য সংগ্রহ করতে গেলে, বিদায়ী আধিকারিক তাঁর ওপর চড়াও হন। শালকাঠের বাটাম দিয়ে দীপেনকে পেটানো হয়। মেখলিগঞ্জ থানায় গোটা ঘটনার জন্য অভিযোগ দায়ের করা হয়েছে।