চুরি যাওয়া ২৪ টন ভোজ্যতেল উদ্ধার, সৌজন্যে ডানকুনি থানার পুলিস
ট্যাঙ্কার সমেত চুরি যাওয়া ২৪ টন ভোজ্যতেল উদ্ধার করল ডানকুনি থানার পুলিস। সেই সঙ্গে পর্দাফাঁস হল নতুন এক ভেজাল তেল চক্রের। গত সপ্তাহে দুর্গাপুর এক্সপ্রেস হাইওয়ে থেকে ডানকুনির পূর্তি বনস্পতি তেল সমেত ট্যাঙ্কার হাইজ্যাক হয়ে যায়। ট্যাঙ্কারে লাগানো GPS এর সাহায্যে পুলিস জায়গার সন্ধান পায়। কোন্নগর আদর্শ নগরের একটি তেলমিলে ওই চোরাই তেল রাখা ছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় সেখানে রেড করে পুলিস। ২৪ টন তেল উদ্ধারের পাশাপাশি বিভিন্ন তেল সংস্থার লোগো উদ্ধার হয়। পুলিসের অনুমান, কোন্নগরের তেলমিলে ভেজাল তেল তৈরি হোত। ৪ জনকে আটক করেছে পুলিস। (আরও পড়ুন- বৌদির সঙ্গে দেওরের অবৈধ সম্পর্ক! নোদাখালিতে উদ্ধার গৃহবধূর ঝুলন্ত দেহ)
ওয়েব ডেস্ক: ট্যাঙ্কার সমেত চুরি যাওয়া ২৪ টন ভোজ্যতেল উদ্ধার করল ডানকুনি থানার পুলিস। সেই সঙ্গে পর্দাফাঁস হল নতুন এক ভেজাল তেল চক্রের। গত সপ্তাহে দুর্গাপুর এক্সপ্রেস হাইওয়ে থেকে ডানকুনির পূর্তি বনস্পতি তেল সমেত ট্যাঙ্কার হাইজ্যাক হয়ে যায়। ট্যাঙ্কারে লাগানো GPS এর সাহায্যে পুলিস জায়গার সন্ধান পায়। কোন্নগর আদর্শ নগরের একটি তেলমিলে ওই চোরাই তেল রাখা ছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় সেখানে রেড করে পুলিস। ২৪ টন তেল উদ্ধারের পাশাপাশি বিভিন্ন তেল সংস্থার লোগো উদ্ধার হয়। পুলিসের অনুমান, কোন্নগরের তেলমিলে ভেজাল তেল তৈরি হোত। ৪ জনকে আটক করেছে পুলিস। (আরও পড়ুন- বৌদির সঙ্গে দেওরের অবৈধ সম্পর্ক! নোদাখালিতে উদ্ধার গৃহবধূর ঝুলন্ত দেহ)