নিজস্ব প্রতিবেদন: আগামী ২৭ মে সকাল ১০ টায় উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশ করবে পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। পরীক্ষার ৭৪ দিনের মাথায় প্রকাশিত হতে চলেছে পরীক্ষার ফল। এদিন সকাল সাড়ে দশটা থেকে সংসদের অফিসিয়াল ওয়েবসাইট http://wbchse.nic.in থেকে পরীক্ষার ফলাফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পরীক্ষার্থীরা ফলাফল জানতে পারবে www.wbbse.org, www.wb.allresults.nic.in (এখনও চালু হয়নি), এবং www,examresults.net ওয়েবসাইট থেকে। এছাড়াও এসএমএসের মাধ্যমেও ফলাফল জানা যাবে। এসএমএসে ফল জানতে- WB <রোল নম্বর> লিখে পাঠিয়ে দিতে হবে 54242/ 56263/58888 নম্বরে।


শুরুতে লোকসভা ভোটের জন্য ফল প্রকাশের অনিশ্চয়তা থাকলেও সম্প্রতি এমনটাই জানানো হয়েছে সংসদের তরফে। চলতি বছর ২৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ১৩ মার্চ শেষ হয় উচ্চমাধ্যমিক পরীক্ষা। 


আরও পড়ুন: সুবর্ণ সুযোগ! ফুড অ্যানালিস্ট ও জুনিয়র অ্যানালিস্ট নিয়োগ করবে fssai, আবেদনের বিস্তারিত জেনে নিন


উল্লেখ্য, এর আগেই পর্ষদের তরফে জানানো হয়েছিল আগামী ২১ মে প্রকাশিত হবে মাধ্যমিকের ফলাফল।