নিজস্ব প্রতিবেদন: থার্ড লাইনের কাজ চলার জন্য শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বর্ধমান হাওড়া মেন শাখার বেশকিছু লোকাল ট্রেন বাতিল করার সিদ্ধান্ত  নিল পূর্ব রেল।  প্রি ইন্টার লকের কাজ চলার জন্য বেশ কিছুদিন ধরে ট্রেন চলাচলে একটু সমস্যা হচ্ছে।  কিন্তু এবার  ৩ দিন থার্ড লাইনের কাজ চলার জন্য লোকাল ট্রেন বাতিলের  সিন্ধান্ত নিল রেল কর্তৃপক্ষ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: হেডফোন কানে লাইন পার দুই যুবতীর, বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় আহত নিত্যযাত্রী


দেখে নিন এক নজরে...


শুক্রবার থেকে বর্ধমান হাওড়া মেন শাখার ১০টি লোকাল বাতিল করা হয়েছে।


দেবীপুর থেকে খন্নান পর্যন্ত এই লাইন তৈরির কাজ হবে। ফলে ডাউন ও আপ ট্রেন চলাচল কিছুটা ব্যহত হবে।  


যদিও সকাল ও বিকালের ব্যস্ততম সময়ে কোন লোকাল ট্রেন বাতিল থাকবে না।


অফিস টাইমের  পর  দুপুরের দিকে এই ট্রেন বাতিল করা হবে।


আরও পড়ুন: হাসপাতালে অজ্ঞান মেয়ের জ্ঞান ফেরাতে গিয়েই মা ঝলসে দিল মুখ!


 একই সঙ্গে  হাওড়া থেকে মেন লাইন হয়ে  বর্ধমানগামী মেল বা এক্সপ্রেস ট্রেনগুলিকে কর্ড লাইন দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে ।


এই কাজের  জন্য কোন মেল বা এক্সপ্রেস ট্রেন চলাচলে সমস্যা হবে না।


 বর্ধমানের  ষ্টেশন  ম্যানেজার  স্বপন অধিকারি  জানান, যাত্রীদের  কথা মাথায় রেখে হাওড়ামুখী সমস্ত মেল ও এক্সপ্রেস ট্রেন বর্ধমান থেকে ব্যান্ডেল পর্যন্ত অল স্টপ করা হবে।