ওয়েব ডেস্ক: শহরজুড়ে ভুয়ো চিকিত্সকদের রমরমা কারবার। অভিযান চালিয়ে ৩জনকে গ্রেফতার করল পুলিস। মালদা শহরের ঘটনা। ভুয়ো চিকিত্সকদের তালিকা তৈরি করে ব্যবস্থা নেওয়া হবে। জানিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বড় নার্সিংহোম বা হাসপাতালের চিকিত্সক। এমনই পরিচয় দিয়ে এদের কাছে রোগী ধরে আনে টোটো চালক, অটো চালক, রিকশা চালকদের একাংশ। এজেন্ট আছে রেল স্টেশন, বাস স্টপেজে। রোগী নিয়ে গেলে মেলে মোটা কমিশন। অভিযোগ, চিকিত্সা তো দূরের কথা অসহায়তার সুযোগ নিয়ে রোগীর পরিবারকে কার্যত লুটে নেয় এরা। এরা কেউই আসলে চিকিত্সক নয়। চিকিত্সকের বেশ ধরে মালদা শহরজুড়ে ব্যবসা গুছিয়ে বসেছে এই অসাধু চিকিত্সক চক্র।
 


অভিযোগ পেয়েই তত্পরতা শুরু হয়ে যায়। ভুয়ো ডাক্তারদের ধরতে অভিযান চালায় ইংরেজবাজার থানার পুলিস। বৃহস্পতিবার সকালে ৩জনকে গ্রেফতার করে পুলিস। যদিও ধৃতদের দাবি, তাদের কাছে বৈধ কাগজপত্র ছিল।


ভুয়ো ডাক্তারদের রমরমা কারবারের অভিযোগ বহুদিন ধরেই উঠছিল। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, এই ভুয়ো ডাক্তারদের তালিকা তৈরি করা হচ্ছে। তালিকা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। (আরও পড়ুন- প্রতিবাদীর ওপর অ্যাসিড হামলা)