রাজ্যে ৩ নতুন থানা
রাজ্যে তিনটি নতুন থানা গঠনের প্রস্তাবে ছাড়পত্র দিল রাজ্য মন্ত্রিসভা। এজন্য প্রয়োজনী শূন্যপদ তৈরির অনুমতিও মিলেছে।
নিজস্ব প্রতিবেদন: রাজ্যে তিনটি নতুন থানা গঠনের প্রস্তাবে ছাড়পত্র দিল রাজ্য মন্ত্রিসভা। এজন্য প্রয়োজনী শূন্যপদ তৈরির অনুমতিও মিলেছে।
মঙ্গলবার নবান্নে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সাংবাদিকদের জানান, পুরলিয়ার মফস্বল ও কেন্দা থানা ভেঙে তৈরি হবে টামনা থানা। নদিয়ায় পলাশিপাড়া থানা ভেঙে হবে তেহট্ট থানা। দীর্ঘ দিন ধরে থানার দাবি ছিল সেখানে।
আরও পড়ুন - বিমানসেবিকার প্রশিক্ষণ নিতে এসে কালীঘাট থেকে নিখোঁজ ঘাটশিলার তরুণী
এছাড়া দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর থানা ভেঙে হবে নরেন্দ্রপুর থানা। এলাকার জনসংখ্যা বৃদ্ধি পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যের আইনশৃঙ্খলা ব্যবস্থা উপদ্রবহীন রাখতে একাধিক নতুন থানা তৈরির সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল সরকার। সেই তালিকায় যোগ হল আরও ৩।