নিজস্ব প্রতিবেদন:  শৌচাগারের চেম্বার পরিস্কার করতে গিয়ে মৃত্যু হল ৩ জনের ঘটনাকে ঘিরে চাঞ্চল্য দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণপুর থানার রসপুঞ্জ নবাদ নস্কর পাড়া এলাকায়। মৃতদের দুজনের নাম স্বপন বোস, নুর ও পৈলান শেখ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: প্রেমের অভিনয়, মোটা টাকার লোভ দেখিয়ে গৃহবধূকে ফুঁসলিয়ে পাচার যুবকের


সোমবার সকালে তাঁরা মনরঞ্জন নস্করের বাড়ির শৌচাগারের চেম্বার পরিস্কার করতে যান। টাকাপয়সার কথা হয়ে যাওয়ার পর তাঁরা কাজ শুরু করন।  চেম্বারের ভিতরে ঢোকেন পৈলান। বাকি দুজন বাইরে দড়ি ধরে দাঁড়িয়ে থাকেন। কিন্তু পৈলান অসুস্থ হয়ে পড়লে, নূর তাঁকে সাহায্য করতে ভিতরে নামেন। কিন্তু দড়ির বাঁধন ছিঁড়ে পড়ে যান তিনিও। তাঁদের দুজনকে উদ্ধার করতে স্বপন বোস নামলে, তিন জনেই ভিতরে অসুস্থ হয়ে পড়েন।


এদিকে চেম্বার পরিস্কার করার সময়ে মনরঞ্জনের বাড়ির কোনও সদস্যই সেখানে না থাকায়, তাঁরা বিষয়টি জানতেও পারেন না।  যতক্ষণে তাঁরা টের পান, ততক্ষণে মৃত্যু হয় তিন জনেরই। দীর্ঘক্ষণ ওইভাবে গ্যাসের মধ্যে পড়ে থাকাতেই মৃত্যু বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।


আরও পড়ুন: ভাইদের দিয়ে নিজের মেয়ের শ্লীলতাহানির অভিযোগ বাবার বিরুদ্ধে!


দেহগুলি উদ্ধার করা হচ্ছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিস বাড়ির মালিককে জিজ্ঞাসাবাদ করছে।