নিজস্ব প্রতিবেদন: করোনা আক্রান্ত হয়ে একই দিনে ৩ জনের মৃত্যু। ধূপগুড়ি পুর এলাকায় তীব্র চাঞ্চল্য। পুরসভা সূত্রে খবর, এর ফলে পুর এলাকায় মৃতের সংখ্যা বেড়ে হল ১৪।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: সাধারণ মানুষকে সচেতন করতে রাস্তায় 'ভিড়' করলেন খোদ পুরসভা-প্রশাসনের লোকজন


জানা গিয়েছে, মৃতদের মধ্যে দু’জন ৬ এবং ১২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। করোনা সক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। শনিবার হাসপাতালেই তাঁদের মৃত্যু হয়েছে। অপর জন বাড়িতে মারা গিয়েছেন। তিনি করোনা উপসর্গ নিয়ে বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার রাত থেকে প্রবল শ্বাসকষ্ট শুরু হয় তাঁর। শনিবার বাড়িতে মারা যান তিনি।


আরও পড়ুন: বাঁকুড়ায় ৩ জনের শরীরে মিলল Black Fungus! ছড়াল আতঙ্ক


ধূপগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান রাজেশকুমার সিং জানান,  ধূপগুড়ি পুর এলাকায় করোনা দ্বিতীয় ঢেউয়ে আক্রান্ত হয়েছেন প্রায় সাড়ে তিনশো মানুষ। পুরসভার সব রকম ভাবে আক্রান্ত পরিবারগুলোর পাশে দাঁড়াচ্ছে। ইতিমধ্যে ধূপগুড়ি পুর এলাকার হকার, পরিবহন কর্মী এবং পেপার হকারদের টিকা দেওয়া হয়েছে। গত ২৪ ঘন্টায় ধূপগুড়ি পুর এলাকায় করোনায় আক্রান্ত হয়েছেন ২৪ জন এবং গ্রামীণ এলাকায় আক্রান্ত হয়েছেন প্রায় ৩৬ জন।