নিজস্ব প্রতিবেদন: ঘূর্ণিঝড় ইয়াস (Cyclone Yaas) ফলে তৈরি হওয়া সব ধরনের পরিস্থিতি সামাল দিতে প্রস্তুত ভারতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF)। ইতিমধ্যে রাজ্যে মোতায়েন হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীর (NDRF) ২২ টিম। আসছে আরও ১০টি টিম। উপকূলবর্তী এলাকায় ড্রোনের মাধ্যমে শুরু হয়েছে নজরদারি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: ধেয়ে আসছে Cyclone Yaas, মোকাবিলায় ফোর্স নিয়ে প্রস্তুত ভারতীয় সেনা
 
জানা গিয়েছে, ইয়াস প্রতিরোধে এরাজ্যে কাজ করবে বিপর্যয় মোকাবিলা বাহিনীর (NDRF) মোট ৩২টি টিম। ইতিমধ্যে রাজ্যের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর (NDRF) DG  সত্য প্রধান। এরপর তিনি টুইট করে জানান, উদ্ধার কার্যের জন্য প্র্স্তুত রাখা হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীর (NDRF) বিমান। উত্তরপ্রদেশ থেকে রাজ্যে আসছে বিপর্যয় মোকাবিলা বাহিনীর (NDRF) আরও ৫টি দল। রাজ্যে বর্তমানে যে ২২টি টিম কাজ করছে তার মধ্যে কলকাতায় মোতায়েন ১০টি টিম। যাঁরা কলকাতা কর্পোরেশনের সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করছেন।হাওড়ায় মোতায়েন ১টি টিম। এছাড়া পূর্ব মেদিনীপুরে ৫টি, দক্ষিণ ২৪ পরগনায় ৯টি এবং উত্তর ২৪ পরগনায় ৭টি টিম মোতায়েন রয়েছে।


আরও পড়ুন:  একই দিনে করোনায় তিনজনের মৃত্যু, ধূপগুড়িতে তীব্র চাঞ্চল্য


ইতিমধ্যে  ইয়াস (Cyclone Yaas) মোকাবিলায় কলকাতা পুলিশ, কর্পোরেশন, এনডিআরএফ (NDRF), সিইএসসি (CESC), বিএসএনএল (BSNL), পিডব্লুডি (PWD)-কে নিয়ে একটি সমম্বয় টিম গঠিত হয়েছে। রবিবার সকলের সঙ্গে বৈঠক করেন কলকাতার পুলিশ কমিশনার। আমফানের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার যাতে ঝড় পরবর্তী সময়ে বিদ্যুৎ, পানীয় জলের সমস্যা না হয়, সেই বিষয়ে বৈঠকে আলোচনা করা হয়। ইতিমধ্যে শহরের বড় বড় ব্যানার, হোর্ডিং খুলে ফেলেছে পুরসভা। বাইপাস, মা উড়ালপুল-সহ বিভিন্ন জায়গার বড় বিল্ডিংয়ের মাথা থেকে খুলে ফেলা হয়েছে হোর্ডিং, ব্যানার। জরুরি পরিস্থিতিতে পুরকর্মীদের ছুটি আপাতত বাতিল করা হয়েছে।