নিজস্ব প্রতিবেদন : পারিবারিক বিবাদের জেরে খুন হল এক শিশু। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার জগতবল্লভপুরে। এই ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জগতবল্লভপুরের নরেন্দ্রপুর গ্রামের বাসিন্দা ছিল সাহাদান আব্বাসি। বয়স বছর চারেক। এদিন সকালে চার বছরের ওই শিশুর বস্তাবন্দি দেহ উদ্ধার হয়। শিশুটির বাড়ির কাছেই একটি পুকুর ছিল। সেই পুকুর থেকেই বস্তাবন্দি দেহটি উদ্ধার করা হয়।


আরও পড়ুন, প্রতিবেশী যুবকের সঙ্গে শারীরিক সম্পর্ক! কিশোরীর চিত্কারে বাড়ির লোক ছুটে এসে দেখল...


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বিকেল থেকেই নিখোঁজ ছিল শিশুটি। কোথাও খোঁজ করেও পাওয়া যাচ্ছিল না তাকে। শেষে এদিন সকালে পুকুর থেকে উদ্ধার হয় বস্তবন্দি দেহ। এই ঘটনায় তদন্ত শুরু করেছে জগতবল্লভপুর থানার পুলিস। খুনের ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যেই ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে রয়েছে শিশুর জেঠিমা ও দুই জ্যাঠতুতো দাদা।


আরও পড়ুন, বর্ষবরণের 'ভ্রমণ' সেরে ৪ দিন পর ঘরের ছেলে 'সচিন' ফিরল ঘরে


জানা গিয়েছে, ওই শিশুর পরিবারের দীর্ঘদিন ধরেই পারিবারিক বিবাদ চলছিল। বচসা, কথা কাটাকাটির আওয়াজ শুনতে পেতেন স্থানীয়রা। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, সম্পত্তি নিয়ে বিবাদেরই বলি হল ওই দুধের শিশু।