প্রসেনজিৎ মালাকার: ব্যবধান মাত্র একদিনের। সরকারি বাসের সঙ্গে এবার মুখোমুখি সংঘর্ষ ডাম্পারের! আহত ৪০ জন। সকলেই বাসের যাত্রী। দুর্ঘটনা ঘটল বীরভূমে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন:  Nadia News: দু'দশক পরে যোগাযোগ, মাঝবয়সী প্রেমিকাকে ডেকে এনে ভয়ংকর কাণ্ড করল প্রেমিক


স্থানীয় সূত্রে খবর, ঘড়িতে তখন ১০টা। এদিন সকালে বীরভূমে ১৪ নম্বর জাতীয় ধরে নলহাটি থেকে মোড়গ্রামের দিকে যাচ্ছিল উত্তরবঙ্গ পরিবহণ সংস্থার একটি বাস। বাসের পঞ্চাশ জন যাত্রীরা। উল্টোদিক থেকে আসছিল একটি ডাম্পার।


তারপর? নলহাটি মহেশপুরে গ্রামের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয় সরকারি বাস ও ডাম্পারের। আহত হন বাসের চল্লিশ জন। ১০ জনের আঘাত গুরুতর। বাস ও ডাম্পারটিকে আটক করেছে পুলিস।



আরও পড়ুন:  Jalpaiguri: মাঠ জুড়ে 'সোনা'! আতঙ্কে ১৬ গ্রামের মানুষ জাগছেন রাতপাহারায়...


এর আগে, শুক্রবার নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবোঝাই বাস উল্টে গিয়েছিল রাস্তার পাশে ঝোপে। জখম হয়েছিলেন ৫০ জন। যাত্রীদের একাংশের অভিযোগ, বাসের চালক মত্ত ছিলেন। আলুদোহা যখন ছাড়ে, তখন থেকেই খারাপভাবে বাসটি চালাচ্ছিলেন তিনি। দুর্ঘটনা ঘটেছিল বীরভূম লাগোয়া ঝাড়খণ্ডের হরিপুর এবং পিনারগড়িয়া গ্রামে মাঝে।


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)