নিজস্ব প্রতিবেদন: ছাদে শুকোচ্ছিলো বনজ ছত্রাক। দাম প্রতি কিলোগ্রাম ৪০ হাজার টাকা। গোপোন খবরে অভিযান চালায় টাস্ক ফোর্স। তাতে উদ্ধার হয় কোটি টাকার PLEUROTUS নামক যৌন উত্তেজনা বর্ধক বনজ ছত্রাক। চীনে পাচারের আগে শালুগাড়ায় অভিযান চালিয়ে ১ কোটি টাকার বেশি মূল্যের বনজ ছত্রাক উদ্ধার করলো বন দফতরের টাস্ক ফোর্স।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


কী হয় এই ছত্রাক দিয়ে:  


১) ব্লাড সুগারের ঔষধ।


২) যৌন উত্তেজনা বর্ধক এন্টি অক্সিডেট জাতীয় ঔষধ।


টাস্ক ফোর্সের প্রধান সঞ্জয় দত্ত জানান, “গোপোন খবরে আমরা জানতে পারি চীনে পাচারের উদ্দেশে  শালুগাড়া এলাকার আকাশ গজমিরের প্রচুর বনজ ছত্রাক মজুদ করা হয়েছে। আমরা অভিযান চালাই। সেখান থেকে ৪০০ কেজি PLEUROTUS জাতীয় ছত্রাক উদ্ধার করি। এই ছত্রাকগুলো জঙ্গল ও হিমালয়ের কিছু এলাকায় পাওয়া যায়। আমরা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় সূত্রে জানতে পেরেছি এইগুলো দিয়ে ব্লাড সুগার ও যৌন উত্তেজনা বর্ধক ঔষধ তৈরি হয়। আন্তর্জাতিক বাজারে এর মূল্য প্রতি কিলো ৪০ হাজার টাকা”।



তিনি আরও জানান,  “অভিযানের সময় আকাশ পালিয়ে যায়। আমরা আকাশের নামে আদালতের কাছে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন রাখব”।