নিজস্ব প্রতিদিন: ফের লোকালয়ে হাতির দল। বৃহস্পতিবার জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর সদর ব্লকের বোদাগঞ্জ বিটে একটি হাতির দলকে রাস্তা পারাপার হতে দেখেন স্থানীয়রা। বাসিন্দাদের চিৎকার এবং বাজি, পটকার আওয়াজে অন্যদিকে চলে যায় হাতির দলটি। তবে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

স্থানীয়দের অভিযোগ, প্রায়শই লোকালয়ে চলে আসে হাতির দল। ফসল নষ্ট করে দেয়। বাগান নষ্ট করে দেয়। এমনকি হাতির আক্রমণে হতাহতের ঘটনাও ঘটেছে। সেজন্য এদিন জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর সদর ব্লকের বোদাগঞ্জ বিটে হাতির দলটিকে রাস্তা পারাপার হতে দেখেই, তাড়া করেন সাধারণ মানুষ।  


আরও পড়ুন: পরকীয়ার অভিযোগ মহিলাকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর, কেটে নেওয়া হল চুল


আরও পড়ুন: বৃষ্টিবিঘ্নিত ঝাড়গ্রাম জেরবার হাতির উপদ্রবে


স্থানীয় বাসিন্দা স্বরূপ রায় জানান,দলটিতে আনুমানিক ৫০-৬০ টি হাতি ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে বনদফতরের কর্মীরা পৌঁছন। তাঁরা জানান, বর্তমানে হাতির দলটি বোদাগঞ্জ ফরেস্ট এলাকায় রয়েছে।