লোকসভায় প্রার্থী হতে বিজেপি দফতরে আবেদনের পাহাড়, আশায় বুক বাঁধছে দল
বিজেপি দফতর সূত্রের খবর, আবেদনকারীদের মধ্যে যেমন রয়েছে দলের জেলা সভাপতিরা, তেমনই রয়েছেন আরএসএস ও বিশ্ব হিন্দু পরিষদের নেতাকর্মীরা। রয়েছেন বেশ কিছু বুদ্ধিজীবী, শিক্ষক ও অধ্যাপকও।
অঞ্জন রায়
একদিকে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে হার, অন্যদিকে রাজ্য সরকারের চালে ভণ্ডুল হওয়ার মুখে রথযাত্রা। হতাশ রাজ্য বিজেপি দফতরে আশার আলো শুরু একগুচ্ছ আবেদনপত্র। আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের ৪২টি লোকসভা আসনে প্রার্থী হতে চেয়ে ইতিমধ্যে বিজেপি সদর দফতরে জমা পড়েছে প্রায় ৫০০ আবেদনপত্র। ভোট যত এগোচ্ছে ততই বাড়ছে আবেদনকারীর সংখ্যা। আর তাতেই আশায় বুক বাড়ছে বিজেপি।
বিজেপি দফতর সূত্রের খবর, আবেদনকারীদের মধ্যে যেমন রয়েছে দলের জেলা সভাপতিরা, তেমনই রয়েছেন আরএসএস ও বিশ্ব হিন্দু পরিষদের নেতাকর্মীরা। রয়েছেন বেশ কিছু বুদ্ধিজীবী, শিক্ষক ও অধ্যাপকও।
সূত্রের খবর, আবেদনকারীদের কেউ প্রার্থীপদ না-ও পেতে পারেন। আবার কয়েকজনের ভাগ্যে শিকে ছেঁড়ার সম্ভাবনাও রয়েছে। বিজেপির প্রার্থী বাছাইয়ের সুনির্দিষ্ট পদ্ধতি রয়েছে। প্রতিটি লোকসভা কেন্দ্রের জন্য জেলা নেতৃত্বের তরফে কয়েকজনের নাম পাঠানো হয়। নাম পাঠানো হয় রাজ্য নির্বাচনী কমিটির কাছে। সেই নাম বিবেচনা করে আসনপিছু অন্তত ৫ জনের নাম পাঠানো হয় কেন্দ্রীয় নির্বাচনী কমিটির কাছে। সেই কমিটিই চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। কেন্দ্রীয় নির্বাচনী কমিটিতে রয়েছেন বিজেপি সভাপতি অমিত শাহ, নরেন্দ্র মোদী, সুষমা স্বরাজ, রাজনাথ সিং, অরুণ জেটলি প্রমুখ।
রথযাত্রা নিয়ে লালবাজারে বিজেপির সঙ্গে বৈঠকের ভিডিও বুধবার জমা দিতে হবে রাজ্যকে: হাইকোর্ট
তবে প্রার্থী বাছাইয়ের মাপকাঠি নিয়ে কোনও রহস্য রাখেনি বিজেপি। দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, লোকসভা নির্বাচনে যে কেউ বিজেপির প্রার্থী হতে পারেন। তবে প্রার্থী হওয়ার ক্ষেত্রে জেতার সম্ভাবনাকেই অগ্রাধিকার দেবে বিজেপি। সেক্ষেত্রে স্বচ্ছ্বতার প্রশ্নে আপস করতে দ্বিধা করবে না দল।