নিজস্ব প্রতিবেদন : প্রতিদিনের মত নববর্ষের সকালেও বাগানে কাজে গিয়েছিলেন চা শ্রমিকরা। হঠাত্ই কানে আসে গর্জন। হাতের চা পাতা পড়ে যায় মাটিতে। একে অপরের দিকে চোখ চাওয়াচায়ি করতে লাগেন চা শ্রমিকরা। ব্যাপারটা বুঝতে তাঁদের বিশেষ বেগ পেতে হয়নি। চা বাগানে চিতাবাঘ পড়েছে। ঘটনাটি জলপাইগুড়ির মালবাজারের রাঙামাটি চা বাগানের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গর্জন শুনে বাগানে পেতে রাখা খাঁচার সামনে গিয়েই তাঁরা দেখতে পান খাচাবন্দি পূর্ণবয়স্ক চিতাবাঘটিকে। রাঙামাটি চা বাগানের ১৩ নম্বর সেকশনে ধরা পড়ে চিতাবাঘটি। এই নিয়ে গত ৬ মাসে এই বাগান থেকে ৫টি চিতাবাঘ খাঁচাবন্দি হল বলে দাবি স্থানীয়দের।


আরও পড়ুন, রয়্যাল বেঙ্গল খুনে এফআইআর দায়ের করল বন দফতর


স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, নিকটবর্তী ভুট্টাবাড়ি জঙ্গল থেকে চিতাবাঘ এই রাঙামাটি বাগানে এসে আস্তানা গেড়েছে। বাগানে আরও চিতাবাঘ রয়েছে বলে আশঙ্কাপ্রকাশ করেছেন তাঁরা। উল্লেখ্য, বিগত কয়েক মাসে চিতাবাঘের আক্রমণে বহু চা-শ্রমিক জখম হয়েছেন।


আরও পড়ুন, রয়্যাল বেঙ্গলের মৃত্যু ঘিরে 'উত্সব', নিজস্বী তোলার হিড়িক


চিতাবাঘ ধরার পড়ার সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় বন দফতরে। বন দফতর সূত্রে জানা গেছে, খাঁচাবন্দি চিতাবাঘটিকে গরুমারা জঙ্গলে নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া হবে।