শাসন: মায়ের লাঠির আঘাতে মৃত ৬ বছরের শিশু
সংজ্ঞাহীন অবস্থায় ঋতিকাকে ধূপগুড়ি গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
নিজস্ব প্রতিবেদন: প্রতিবেশির নালিশে ছোট্ট মেয়েকে শাসন করতে গিয়ে এমন মর্মান্তিক পরিনতি হতে পারে, তা কল্পনাও করতে পারেননি ধূপগুড়ি ১৫ নং ওয়ার্ডের গোবিন্দ পল্লী এলাকার বাসিন্দা রূপালি কর্মকার। শাসন করতে গিয়ে এমন দুর্ঘটনা যে ঘটবে তা বোধহয় ভাবেননি অভিযোগ করতে আসা প্রতিবেশি মহিলাও। পিঠে লাঠির এক আঘাতেই মৃত্যুর কোলে ঢলে পড়ল বছর ছয়েকের ছোট্ট ঋতিকা।
প্রতিবেশি আর এক শিশুর সঙ্গে খেলছিল বছর ছয়েকের ঋতিকা কর্মকার। খেলার ছলেই বন্ধুকে লাঠি দিয়ে খোঁচা দেয় ঋতিকা। প্রতিবেশি শিশুটির মা ঋতিকার মা রূপালি কর্মকারকে এসে তাঁর মেয়ের নামে অভিযোগ জানায়। মেয়ের নামে অভিযোগ শুনে মেজাজ হারান রুপালিদেবী। হাতের কাছে পড়ে থাকা লাঠি দিয়ে ঋতিকার পিঠে বসিয়ে দেন তিনি। লাঠির আঘাতের প্রায় সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়ে ঋতিকা। সংজ্ঞাহীন অবস্থায় ঋতিকাকে ধূপগুড়ি গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
খবর পেয়ে হাসপাতালে পৌঁছায় ধূপগুড়ি থানার পুলিশ। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। মর্মান্তিক এই ঘটনায় গোবিন্দ পল্লী এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।