নিজস্ব প্রতিবেদন : পুজোর আগেই কি মিলবে সুখবর? সূত্র বলছে, বেতন কমিশনের রিপোর্ট চূড়ান্ত হয়ে গিয়েছে। জুলাই-অগাস্টের মধ্যেই সেই রিপোর্ট সম্ভবত জমা পড়তে চলেছে। আর সেক্ষেত্রে পুজোর মধ্যেই চালু হয়ে যাবে নতুন বেতন কমিশনের সুপারিশ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


১৩ জুন নবান্নে বেতন কমিশনের চেয়ারম্যান অভিরূপ সরকারকে ডেকে পাঠান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় এক ঘণ্টা মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন অভিরূপ সরকার। সেই বৈঠকে যোগ দিয়েছিলেন অর্থমন্ত্রী এবং স্বরাষ্ট্র সচিবও। বৈঠকে ইতিবাচক আলোচনা হয় বলে জানা যায়।


এরপরই রিপোর্ট জমা দেওয়ার তোড়শোড় শুরু হয়। কমিশন সূত্রে জানা গিয়েছে, দু ভাগে লেখা হয়েছে রিপোর্ট। সেই রিপোর্ট লেখার কাজ প্রায় শেষ। আরও জানা যাচ্ছে, রিপোর্টে ১৪.৩ শতাংশ বেতন বৃদ্ধির সুপারিশ করতে পারে ষষ্ঠ বেতন কমিশন। রিপোর্ট জমা পড়ার পরই  'ইমপ্লিমেন্টেশন কমিটি' তৈরি করবে সরকার। সেই কমিটি সুপারিশে সম্মতি দিলেই নতুন বেতনক্রম চালু হয়ে যাবে।


আরও পড়ুন, রাজ্যজুড়ে হিংসা-হানাহানির কড়া নিন্দায় রাজ্যপাল, দ্রুত শান্তি ফেরাতে নির্দেশ


প্রসঙ্গত, লোকসভা ভোটে পোস্টাল ব্যালটের ফলাফলে রাজ্য সরকারি কর্মীদের তীব্র ক্ষোভের ছবি ধরা পড়ে। বেতন না বাড়ার ফলেই রাজ্য সরকারি কর্মীরা যে সরকারের উপর ক্ষুব্ধ, তা উঠে আসে পর্যালোচনায়। এরপরই নড়েচড়ে বসে নবান্ন। রাজ্য সরকারি কর্মীদের পাশাপাশি, বেতন কমিশন শিক্ষক-শিক্ষিকা, পঞ্চায়েত কর্মী, পুর কর্মীদেরও নতুন বেতন কাঠামো প্রস্তাব করবে রিপোর্টে।