ওয়েব ডেস্ক: সিএমআরআই তোলাবাজিকাণ্ডে সাত জনকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। শনিবার রাতে ইকবালপুর থেকে অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। তবে মূল অভিযুক্ত কংগ্রেস নেতা রাকেশ সিং এখনো অধরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন - তিন তালাক রায়ে পিছিয়ে গেল আইন কমিশনের অভিন্ন দেওয়ানি বিধি সংক্রান্ত রিপোর্ট পেশ


সিএমআরআই কর্তৃপক্ষের অভিযোগ, রাকেশ সিংয়ের মদতে বহির্বিভাগে চিকিত্সা করিয়ে পয়সা না মিটিয়েই চলে যাচ্ছেন বেশ কিছু রোগী। টাকা দাবি করলে কার্যত হুমকি দিচ্ছে তারা। পরিস্থিতির চাপে গত কয়েকদিন বহির্বিভাগ বন্ধ রেখেছে সিএমআরআই কর্তৃপক্ষ। শনিবার তাতে সামিল হয় অন্য বেসরকারি হাসপাতালগুলিও। বহির্বিভাগ বন্ধ থাকায় নাকাল হন বহু রোগী।