ওয়েব ডেস্ক : বেড়াতে গিয়ে বিপত্তি। বারাসতের প্রায় ৭০ জনের একটি দল এখনও হিমাচলের চিত্‍কুলে আটকে। সেখানে চলছে প্রবল তুষারপাত। জানা গিয়েছে, সাইট সিয়িংয়ে বেরিয়ে অনেকে পথেই আটকে পড়েন। দলে রয়েছে বহু শিশু, মহিলা, বয়স্করা। যাঁরা কোনওমতে হোটেলে ফিরতে পেরেছেন, দুর্ভোগের শিকার তাঁরাও। অভিযোগ, চরম অব্যবস্থার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

খারাপ আবহাওয়ার জেরে ফোনে তাঁদের সঙ্গে যোগাযোগেও সমস্যা হচ্ছে। চিন্তায় বাড়ির লোকজন। বারাসতের নতুনপল্লী, অশ্বিনীপল্লী, বিড়া সহ বিভিন্ন এলাকা থেকে এই সত্তর জনের দল হিমাচলে বেড়াতে যায়। গত ৪ মার্চ রওনা হন তাঁরা। পর্যটকের সুরক্ষিতভাবে রাজ্যে ফেরাতে উদ্যোগী জেলা প্রশাসন। পুরসভার তরফে বিষয়টি জানানো হয়েছে নবান্নে। তত্‍পর পুলিসও। আপাতত সুস্থভাবে প্রত্যেককে ফিরিয়ে আনাই একমাত্র লক্ষ্য।



আরও পড়ুন,পাসওয়ার্ড ব্যবহার করে কোটি কোটি টাকার দুর্নীতির চক্র চলছে কোচবিহার ডাকঘরে