নিজস্ব প্রতিবেদন: সকাল-সকাল চা-বাগান সংলগ্ন এলাকায় আটকে পড়ল শাবক-সহ প্রায় ৫০-৬০টি হাতি। মালবাজার মহকুমার লিস রিভার চা-বাগান সংলগ্ন সেনাবাহিনীর  ক্যাম্পের পিছনে ঝোপের মধ্যে রয়েছে হাতির দলটি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তারঘেরা বনাঞ্চল থেকে হাতির দলটি এ অঞ্চলে এসেছে বলে খবর। ভোরের দিকে লিস রিভার চা-বাগান এলাকায় বেশ কয়েকটি হাতি ছিল। লিস রিভার অঞ্চলের ৬ নম্বর সেকশনে হাতির আক্রমণে দু'টি বাড়িও ভেঙে গিয়েছে। তবে এখনও লোকজনকে আক্রমণ করেনি কোনও হাতি।



জানা গিয়েছে, গত তিন দিন ধরে এই হাতির দলটি লিস রিভার, বাগরাকোট, চানমাড়ি-সহ বিভিন্ন এলাকায় ঘুরে জমির ধান খেয়ে নিয়েছে। গতকাল রাতে চানমাড়ি এলাকা হয়ে ৩১ নম্বর জাতীয় সড়ক পার করে হাতিগুলি লিস রিভার চা-বাগান এলাকায় ঢুকে পড়ে। রাতেই মালবাজার ওয়াইল্ড লাইফের বনকর্মীরা এসে হাতির দলটিকে জঙ্গলে ফেরানোর চেষ্টা করলে ঘিস নদী এলাকায় চলে আসে দলটি। তবে ভোরের দিকে হাতির দলটি আবার লিস রিভার চা-বাগান হয়ে সেনাবাহিনীর ক্যাম্পের কিছুটা দূরে একটি ঝোপের মধ্যে আশ্রয় নেয়।


এলাকার মানুষজন বেশ আতঙ্কিত। জমির ধান তো নষ্ট হয়েছেই, পাশাপাশি হাতি যেন কোনও মানুষের উপর আক্রমণ না করে, এ নিয়েই ভীত তাঁরা। ঘটনাস্থলে অবশ্য বনকর্মীরা আছেন।


আরও পড়ুন: রাশিয়ার করোনা ভ্যাকসিনের ট্রায়াল ভারতে, মিলল অনুমতি