ফের নৌকাডুবি গঙ্গায়; উদ্ধার সাত, নিখোঁজ এক
এলাকায় পুলিস সহ দমকল কর্মীরা রয়েছেন। পাশাপাশি সারারাত উদ্ধারকারী দল কাজ চালিয়েছে বলেও জানা গিয়েছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। আগেও এই ঘাটে দুর্ঘটনার ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে প্রায় তিনজনের অবস্থা এখনও আশঙ্কাজনক।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গঙ্গায় নৌকাডুবি। নিখোঁজ এক। দক্ষিন ২৪ পরগনা জেলার পূজালি পুরসভার ইন্দিরা ঘাটের ঘটনা। জানা গিয়েছে মঙ্গলবার রাত ৯.২৫ মিনিট নাগাদ একটি মোটরচালিত নৌকা হাওড়ার চেঙ্গাই ঘাটে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। গতকাল খণ্ডগ্রাস সূর্যগ্রহণের কারণে জলোচ্ছ্বাস ছিও প্রবল। পাশাপাশি জোয়ারের জলের ধাক্কায় উলটে যায় নৌকাটি। নৌকাটিতে আট জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। এরমধ্যে সাত জনকে উদ্ধার করা হয়েছে এবং একজন এখনও নিখোঁজ। উদ্ধার হওয়া সাত জনের মধ্যে একজন সুস্থ রয়েছেন এবং বাকি ছয়জনের চিকিৎসা চলছে বলেও জানা গিয়েছে।
জানা গিয়েছে বুধবার সকালেও নিখোঁজ ব্যক্তির সন্ধানে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। জানা গিয়েছে যাত্রীরা সকলেই শ্রমিক। তাঁরা ইন্দিরা ঘাট থেকে হাওড়ায় যাচ্ছিলেন। সেখানে তাঁরা জুটমিলে কাজ করতেন বলে জানা গিয়েছে। জানা গিয়েছে তাঁরা সাধারণত এই সময়েই প্রতিদিন যাওয়া আসা করেন। লঞ্চ না তাকায় ভুটভুটিতেই যাওয়া আসা করা হয় বলে জানানো হয়েছে।
আরও পড়ুন: Sketeton: পরিত্যক্ত ঘরে কঙ্কাল! গাইঘাটায় নিখোঁজ স্বামীকে শনাক্ত করলেন স্ত্রী
এলাকায় পুলিস সহ দমকল কর্মীরা রয়েছেন। পাশাপাশি সারারাত উদ্ধারকারী দল কাজ চালিয়েছে বলেও জানা গিয়েছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। আগেও এই ঘাটে দুর্ঘটনার ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে প্রায় তিনজনের অবস্থা এখনও আশঙ্কাজনক।
নিখোঁজ ব্যক্তির নাম শেখ সাবের আলি বলে জানিয়েছেন দুর্ঘটনাগ্রস্থরা।