নিজস্ব প্রতিবেদন: মালদহের কালিয়াচকে মর্মান্তিক ঘটনা। বাড়ির জলের ট্যাঙ্ক থেকে উদ্ধার হল একই পরিবারের চার সদস্যের দেহ। বাড়িরই এক যুবকের বিরুদ্ধে ওই চারজনকে খুনের অভিযোগ। পলাতক যুবকের খোঁজ শুরু করেছে পুলিস। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ঘটনাটি ঘটেছে মালদহের কালিয়াচক থানার পুরাতন ১৬ মাইল এলাকায়। অভিযুক্তের নাম মহম্মদ আখির মেহবুব। বাবা, মা, বোন ও দিদাকে খুনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান কয়েক দিন নয়, সম্ভবত কয়েক মাস আগে খুনগুলি করেছেন অভিযুক্ত। স্থানীয় সূত্রে খবর, গত তিন-চার মাস ধরে ওই বাড়ির চার সদস্যকে দেখতে পাওয়া যাচ্ছিল না। মহম্মদ আখিরকে সেই বিষয়ে প্রশ্ন করা হলে এড়িয়ে যেতেন তিনি। বাড়ির সদস্যরা বাইরে ঘুরতে গিয়েছেন বলে জানাতেন। তবে গত কয়েকদিন ধরে অভিযুক্তের গতিবিধি দেখে স্থানীয়দের মনে সন্দেহ দানা বাঁধে। 


আরও পড়ুন: করোনা টেস্টের জন্য সোয়াব নিয়ে দেওয়া হতো ভুয়ো রিপোর্ট, শিলিগুড়িতে গ্রেফতার আরও ১


আরও পড়ুন: 'হাত বাড়ালেই মিউটেশন'; আবাসনেই মিলবে পরিষেবা, চালু করছে হাওড়া পুরসভা


এরপর পর আজ বাড়ির ট্য়াঙ্কে এক সদস্যের মৃতদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পুলিসে খবর দেওয়া হয়। পুলিস এসে ওই ট্যাঙ্ক থেকে মোট চারজনের দেহ উদ্ধার করে। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত। ইতিমধ্যে তাঁর খোঁজ শুরু করেছে পুলিস। ঘটনাকে ঘিরে গোটা এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।