নিজস্ব প্রতিবেদন: নিজেদের গোয়েন্দা পরিচয় দিয়ে ব্যবসায়ীকে অপহরণ। কলকাতায় অনুষ্ঠানে বাড়িতে অপহৃতকে লুকিয়ে রেখেও শেষরক্ষা হল না। ধরা পড়ে গেল ৫ জন। ধৃতদের মধ্যে একজন আবার আইনজীবী! ঘটনাটি ঘটেছে কলকাতা বিমানবন্দর থানা এলাকায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা গিয়েছে, ওই ব্যবসায়ীর নাম সুজয় বিশ্বাস। বাড়ি, নদিয়ার কল্যাণীতে। দিন কয়েক আগে কল্য়াণী থেকে তাঁকে অপহরণ করে পাঁচ দুষ্কৃতী। নিজেদের গোয়েন্দা বলে পরিচয় দিয়েছিলেন তারা। এরপর ওই ব্যবসায়ীকে নিয়ে আসা হয় কলকাতা বিমানবন্দর থানা এলাকায়।



আরও পড়ুন:মগরার কুন্তিঘাট রেয়ন কারখানায় কাজ বন্ধে নোটিস, বিপাকে ২৯০০ শ্রমিক


তারপর? এলাকার একটি অনুষ্ঠান বাড়িতে আটকে রাখা হয়েছিল সুজয়কে। তাঁর বাড়িতে ফোন করে ৫ লক্ষ মুক্তিপণও চেয়েছিল অপহরণকারীরা। গোপন সূত্রে খবর পেয়ে শেষপর্যন্ত ওই ব্যবসায়ীকে উদ্ধার করে পুলিশ। কলকাতা, হুগলি, টিটাগড় ও বিরাটি থেকে গ্রেফতার করা হয়েছে ৫ জনকে। ধৃতদের কাছে  নীলবাতি লাগানো গাড়ি ও বেশ কয়েকটি নথি উদ্ধার করেছেন তদন্তকারীরা। 


আরও পড়ুন: সন্দেহভাজনদের সঙ্গে কথা, ভুয়ো আইডিতে ফেসটাইম, হান জানুইয়ের আইফোন ঘিরে বাড়ছে রহস্য


(Zee 24 Ghanta App: দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)