প্রদ্য়ুত দাস: চড়ক বাংলার অন্যতম সমৃদ্ধ লৌকিক সংস্কৃতি। গোটা চৈত্র-বৈশাখ মাস জুড়ে বাংলার গ্রামে গ্রামে এই ধর্মীয় সংস্কৃতির বিপুল চর্চা চলে। তেমনই এক গ্রামে হচ্ছিল চড়ক পুজোর আয়োজন। সেখানেই ঘটল মর্মান্তিক দুর্ঘটনা। ঘূর্ণায়মান চড়ক থেকে পড়ে গুরুতর আহত হলেন এক চড়ক সন্ন্যাসী। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি ব্লকের মাগুরমারি ২ গ্রাম পঞ্চায়েতের ময়নাতলিতে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: India: শুধু অর্থনীতিতেই নয়, অচিরেই বিজ্ঞান ও প্রযুক্তিতেও শীর্ষে উঠবে ভারত...


এদিন চড়ক পুজো উপলক্ষে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। সন্ধে হতেই বিভিন্ন এলাকা থেকে মানুষের ঢল নামে এই চড়কের ঘোরাটা চাক্ষুষ করতে। জানা গিয়েছে, বেশ কয়েক বছর ধরে ওই এলাকায় চড়ক পুজো করা হচ্ছে। 



সোমবার চড়ক পুজো উপলক্ষে ময়নাতলি এলাকায় বসেছিল মেলাও। সন্ধে রাত হতেই চড়ক ঘোরানো শুরু হয়, চড়কের দাঁড়ের সঙ্গে বাঁধা দড়ির সঙ্গে যুক্ত বঁড়শি, যা চড়ক সন্ন্যাসীর পিঠের চামড়া ফুঁড়ে লাগানো থাকে। অত্যন্ত আনন্দের সঙ্গে হাতে সাইকেল নিয়ে খুব জোরে ঘুরছিলেন চড়ক সন্ন্যাসী। দর্শকেরাও বিভিন্ন ভাবে উৎসাহিত করছিলেন তাঁকে। 


আরও পড়ুন: Largest Black Hole In Milky Way: পৃথিবী থেকে ২০০০ আলোকবর্ষ দূরে কোথায় লুকিয়ে ছিল বৃহত্তম এই কৃষ্ণগহ্বর...


কিন্তু আনন্দের এই আবহে আচমকাই ছন্দপতন! দড়ির সঙ্গে ঝোলা বঁড়শি থেকে পিঠের চামড়া ছিঁড়ে হঠাৎই নীচে ছিটকে পড়লেন ওই চড়ক সন্ন্যাসী। গুরুতর আহত হন তিনি। চড়ক সন্ন্যাসীর নাম দীপু রায়, বয়স ৩৫, বাড়ি গধেয়ার কুঠির কাচারির টারি। গুরুতর আহত চড়ক সন্ন্যাসী বর্তমানে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের অধীন সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)