নিজস্ব প্রতিবেদন: হেলিকপ্টার জটে রায়গঞ্জ-বালুরঘাটের সভা বাতিল হয়েছে। বাঁকুড়াতেও একইসমস্যা। পুরুলিয়ায় সভা করতে মরিয়া যোগী আদিত্যনাথ মঞ্চে পৌছলেন সড়কপথে। ঝাড়খণ্ডে নেমে সভা মঞ্চে যেতে যেতেই নিশানা করলেন তৃণমূল সরকারকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এ দিন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, এ রাজ্যের বেকারি-অনুন্নয়ন-আইনশৃঙ্খলা বিষয়ে সরব হন। তিনি বলেন, সব ইস্যুতে ব্যর্থ তৃণমূল সরকার। পুরুলিয়ার মঞ্চ থেকে  চাঁচাছোলা ভাষায় মমতাকে বিঁধলেন। যোগীর তোপ, তৃণমূলের রাজত্বে আগের গৌরব হারিয়েছে বাংলা। বেছে বেছে খুন করা হচ্ছে বিজেপি কর্মীদের।


আরও পড়ুন- শান্তিনিকেতনের রিসর্টে পর্যটকদের নগ্ন ফোটোশ্যুট! ছবি ভাইরাল


যোগী যখন পুরুলিয়ায়, তখন মুর্শিদাবাদে তাঁর আরেক সহকর্মী শাহনওয়াজ হুসেন। সভার অনুমতি না মেলায় পথসভা-মিছিল করলেন বিজেপি নেতা। রাস্তা থেকেই চড়া সুরে আক্রমণ শানালেন তৃণমূল সরকারের বিরুদ্ধে। এভাবে এরাজ্যের দুই প্রান্তে তৃণমূল সরকারকে উত্‍খাতের ডাক দিলেন। বাংলায় অগণতান্ত্রিক -অনৈতিক সরকার চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় তাই এ রাজ্যে তাঁকে ঢুকতে দিতে চায় না  বলে পুরুলিয়ার সভায় যোগ দিতে যাওয়ার পথে অভিযোগ যোগী আদিত্যনাথের।


আরও পড়ুন- সারদার 'মিসিং' লাল ডায়েরি কার কাছে? কী বললেন সুদীপ্ত সেন


এরপর পুরুলিয়াতেও মমতার বিরুদ্ধে যোগীর চড়া সুর খাদে নামেনি। পুরুলিয়ার জনসভায় যোগী বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী ধরনা বসছেন। এর থেকে গণতন্ত্রের আর কী লজ্জার বিষয় হতে পারে! পশ্চিমবঙ্গে সমাবেশে আসার আগে বাংলায় টুইট করে মন জয় করার চেষ্টা করেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।