Birbhum: পারিবারিক বিবাদে `সালিশি সভা` তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের, দম্পতিকে বেধড়ক মার!
থানায় অভিযোগ দায়ের।
নিজস্ব প্রতিবেদন: পারিবারিক বিবাদ মেটাতে 'সালিসি সভা' (Cangroo Court) বসল গ্রামে। তাও আবার তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্যাডে নোটিশ পাঠিয়ে! সেই সভার নির্দেশ না মানায় এক দম্পতিকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল। পুলিসের দ্বারস্থ হয়েছেন আক্রান্ত স্বামী-স্ত্রী। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল বীরভূমের (Birbhum) সাঁইথিয়ায় (Sainthia)।
জানা গিয়েছে, সাঁইথিয়ার দেরিয়াপুর পঞ্চায়েতের পুনুর গ্রামের বাসিন্দা স্বপন সাহা ও তাঁর স্ত্রী মাম্পি। দীর্ঘদিন ধরে আত্মীয়দের সঙ্গে বিবাদ চলছে ওই দম্পতির। সেই বিবাদ কীভাবে মেটানো হবে? অভিযোগ, তৃণমূল পরিচালিত দেরিয়াপুর পঞ্চায়েতের প্যাডে নোটিশ দিয়ে সালিশি সভা ডেকে ছিলেন উপপ্রধান। গতকাল, সোমবার সালিশি সভা বসেন স্থানীয় একটি প্রাথমিক স্কুলের মাঠে। স্বপন সাহার দাবি, ওই সালিশি সভায় হাজির ছিলেন স্থানীয় কয়েকজন তৃণমূল নেতাও। কিন্তু সভার নির্দেশ মানতে চাননি। সেকারণেই তাঁকে ও তাঁর স্ত্রীকে বেধড়ক মারধর করা হয়। এমনকী, প্রাণনাশেরও হুমকি দেওয়া হয়! সাঁইথিয়ায় ইতিমধ্যেই অভিযোগও দায়ের করেছেন ওই দম্পতি।
আরও পড়ুন: Mobile Phone Blast: 'জোরে ৩ বার আওয়াজ', চার্জে থাকা মোবাইল ফেটে মৃত্যু গৃহবধূর
রাজ্যের সালিশি সভায় বিচার কিন্তু কার্যত বেআইনি। তাহলে পঞ্চায়েতে প্যাডে নোটিশ পাঠিয়ে কীভাবে সভা ডাকা হল? প্রশ্ন উঠেছে। অভিযোগ স্বীকার করে নিয়েছেন দেরিয়াপুর পঞ্চায়েতের উপপ্রধান। যদিও তাঁর দাবি, সালিশি সভায় ছিলেন না। দম্পতিকে মারধর করা নিয়েও মুখ খুলতে চাননি উপ প্রধান। ঘটনার তদন্তে নেমেছে পুলিস।