Nisith Pramanik: কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ান জারি আদালতের!
ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে আলিপুরদুয়ারে। এ বিষয়ে মন্ত্রীর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
তপন দেব ও পিয়ালি মিত্র: আলিপুরদুয়ারে দুটি সোনার দোকানে চুরি। কোচবিহারের বিজেপি সাংসদ, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল আদালত! ঘটনাকে কেন্দ্র রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে।
ঘটনাটি ঠিক কী? তখনও সাংসদ হননি। ২০০৯ সালে শহরে দুটি সোনার দোকান চুরির ঘটনায় নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে আলিপুরদুয়ার থানায়। এরপর অভিযুক্ত জামিন পেলেও মামলাটি চলতে থাকে। ২০১৯ সালের লোকসভা ভোটে পদ্ম প্রতীকে কোচবিহার কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হন নিশীথ। তাঁর বিরুদ্ধে মামলাটি স্থানান্তরিত করা হয় বারাসতে এমপি কোর্টে। কিন্তু সাংসদের আবেদন ভিত্তিতেই মামলাটি ফের আলিপুরদুয়ারের আদালতে পাঠানো নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট।
আরও পড়ুন: Abhishek Banerjee: 'মানসিক অবস্থা ঠিক নেই', অভিষেকের নিশানায় শুভেন্দু
কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে কেন গ্রেফতারি পরোয়ানা? সরকারি আইনজীবী প্রশান্ত নারায়ণ মজুমদারের দাবি, এদিন শুনানিতে অভিযুক্তের পক্ষে কোনও আইনজীবী হাজির ছিলেন না। সেকারণেই নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন বিচারক। সূত্রের খবর, মন্ত্রী এখন দিল্লিতে। এ বিষয়ে তাঁর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এদিকে এইমস দুর্নীতি মামলায় আগামিকাল, বুধবার বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানার মেয়েকে ফের জিজ্ঞাসাবাদ করবেন সিআইডি। ইতিমধ্যেই তাঁকে নোটিশ পাঠানো হয়েছে।