প্রদ্যুৎ দাস: গভীর রাতে কেঁপে উঠল বাড়ি। আতঙ্কিত বাড়ির লোকেরা ভূমিকম্প ভেবে দরজা খুলতেই আলোর ঝলকানি দেখে হতভম্ব।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জলপাইগুড়ি জেলার ধুপগুড়ির ব্লকের গয়েরকাটা শিলিগুড়ি রোড এশিয়ান হাইওয়ে উপর থেকে প্রায় ৫০ মিটার দুরে  নিয়ন্ত্রণ হারিয়ে এক বোলেরো গাড়ি সোজা গৃহস্থের বাড়িতে ঢুকে যায়। বাড়ির ভেতরের দেওয়াল এবং গ্রিল ভেঙে শোয়ার ঘরের গেটে আটকে যায় গাড়িটি। প্রাণে বাঁচে বাড়ির লোকজন। বাড়ির চারপাশের দেওয়াল ফেটে যায়। গাড়ির উপরে উড়ে এসে পড়ে ঘরের টিনের চাল। 


জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি হরি মন্দির পাড়া এলাকার মিনু সাহা জানিয়েছেন শুক্রবার রাতে আচমকাই কেঁপে ওঠে গোটা বাড়ি। ভূমিকম্প ভেবে বাইরে বেরিয়ে আসতেই চোখে পড়ে আলো। এরপর ঘটনা দেখে তাতে রীতিমতো আতঙ্কিত গোটা পরিবারের। গাড়ির চালক এবং এক সহযাত্রী তখন গাড়ির ভেতরেই। বিকট শব্দে ততক্ষনে পাড়া-প্রতিবেশীরা চলে এসেছে মিনু দেবীর বাড়িতে।


আরও পড়ুন: Weather Today: ভ্যাপসা গরমে অস্বস্তি বাড়ছে শহরে, আজ কি বৃষ্টি হবে?


তবে এই দুর্ঘটনার তীব্রতা ভয়ঙ্কর হলেও হতাহতের কোনও খবর নেই। রাতে এই খবর পেয়ে ধুপগুড়ি থানার পুলিস ঘটনাস্থলে আসে। চালক এবং সহযাত্রীকে আটক করে থানায় নিয়ে যায় তাঁরা। এই দুর্ঘটনার ফলে বাড়ির বারান্দা সম্পূর্ণভাবে ভেঙে গিয়েছে এমনকি ঘরের একাধিক জায়গায় দেখা গিয়েছে ফাটল। বাড়ির মালিক এই গোটা ঘটনায় ক্ষতিপূরণ দাবি করেছেন। 


দুর্ঘটনার পর থেকে আতঙ্কে রয়েছে গোটা পরিবার সহ পাড়া-প্রতিবেশীরা। এশিয়ান হাইওয়ে দিয়ে দ্রুত গতিতে গাড়ি চলে। ফলত ভবিষ্যতেও এইরকম দুর্ঘটনা আশঙ্কা থেকেই যাচ্ছে বলে মনে করছেন তাঁরা।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)