`কেন করলে এরকম?` প্রশ্নের উত্তর কবে? কী জানালেন বিজেপির শঙ্কর ঘোষ?
শনিবার সকালের এই পোস্টের পরেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে উত্তেজনা। জি ২৪ঘণ্টাকে ফোনে শঙ্কর ঘোষ জানিয়েছেন, `আমি আর পিছন ফিরে তাকাইনা। আমি আমার সামনের দিকেই দেখতে চাই।`
মৌমিতা চক্রবর্তী: শনিবার সকালে ফের একবার জল্পনা উস্কে দিলেন শিলিগুড়ির বিজেপি নেতা শঙ্কর ঘোষ। ফেসবুকে করা তাঁর একটি পোস্টে এখন রাজনৈতিক জল্পনা তুঙ্গে।
শনিবার সকালে ফেসবুকের একটি পোস্টে তিনি লিখেছেন, "প্রশ্নকর্তা ও জবাবদাতা উভয়ের কাছে যে প্রশ্নের জবাব থাকে না 'কেন এমন করলে?' শুধু চাপা পরে জীবন হয়ে যায়, হলুদ আর বিবর্ণ!"
একসময় শিলিগুড়ির রাজনীতিতে শঙ্কর ঘোষ ছিলেন যুব আইকন। এলাকার বাম রাজনীতির তরুণ মুখ এবং সংগঠনের নেতা ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে যোগ দেন বিজেপিতে। বিধানসভা নির্বাচনে নিজের রাজনৈতিক গুরু অশোক ভট্টাচার্যকে হারিয়ে শিলিগুড়ি আসন দখল করেন তিনি। যদিও দলত্যাগের পরে বিভিন্ন অগশের মানুষের কাছ থেকে যে প্রশ্নের সম্মুখিন সবথেকে বেশি হয়েছিলেন তিনি, তা হল "কেন করলে এরকম"।
আরও পড়ুন: East Burdwan: একই নামে বিপত্তি, মৃতের নামে আবাস যোজনার টাকা ঢুকল জীবিতের অ্যাকাউন্টে!
শনিবার সকালের এই পোস্টের পরেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে উত্তেজনা। জি ২৪ঘণ্টাকে ফোনে শঙ্কর ঘোষ জানিয়েছেন, "আমি আর পিছন ফিরে তাকাইনা। আমি আমার সামনের দিকেই দেখতে চাই।"
ইঙ্গিতপুর্ণভাবে তিনি আরও জানিয়েছেন, "জীবনের শেষপ্রান্তে যদি কখনও দেখি কোনও কিছু, তখন চেষ্টা করব সব প্রশ্নের উত্তর দেওয়ার।" এই বক্তব্বের মধ্য দিয়ে কী ইঙ্গিত দিতে চাইলেন শঙ্কর ঘোষ, সেই নিয়ে রাজনৈতিক মহলে এখন জল্পনা চরমে।