Tarakeswar Death: তারকেশ্বরে পুজো দেওয়ার আগেই মৃত্যু পূণ্যার্থীর
খড়গপুর থেকে ছেলে সঙ্গে নিয়ে তারকেশ্বরে এসেছিলেন তিনি। স্টেশনে স্নান করার পরেই অসুস্থ হয়ে পড়েন!
নির্মল পাত্র: শ্রাবণ মাসে শিবের মাথা জল ঢালতে এসেছিলেন। সঙ্গে ছিল ১২ বছরের ছেলে। আচমকা কীভাবে অসুস্থ হয়ে পড়লেন? তারকেশ্বরে এবার মৃত্যু হল এক পুণ্যার্থীর।
জানা গিয়েছে, মৃতের নাম স্বপ্না গিরি। বাড়ি, পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের কাঁটাগেরিয়া এলাকায়। খড়গপুর থেকে বাস করে এদিন তারকেশ্বরে পৌঁছন ৬৫ জন। ছেলেকে সঙ্গে তারকেশ্বরে মন্দিরে পুজো দিতে এসেছিলেন স্বপ্না। গরমে অস্বস্তি বোধ করছিলেন তিনি।
তখনও মন্দিরে পুজো দেওয়া হয়নি। তারকেশ্বরে পৌঁছানোর পর, স্টেশনে স্নান করেন স্বপ্না। কিন্তু তাতে কোনও উপকার হয়নি, বরং আরও অসুস্থ হয়ে পড়েন। তাঁকে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান সহযাত্রীরা। কিন্তু শেষরক্ষা হয়নি। হাসপাতালে ওই মহিলাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিস। অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করা হয়েছে।
আরও পড়ুন: Cow smuggling Case: গোরুপাচার কাণ্ডে সাপ্লিমেন্টারি চার্জশিট সিবিআইয়ের, ফের জামিন নামঞ্জুর সায়গলের
এদিকে তারকেশ্বরে এখনও নিখোঁজ শ্রীমন্ত দাস ও সুখদেব বিশ্বাস নামে দুই পুণ্যার্থী। পশ্চিম মেদিনীপুরের কামারা চক্রপুকুর এলাকায় বাসিন্দা শ্রীমন্ত, সুখদেবের বাড়ি উত্তর ২৪ পরগনার বাগদায়। দিন কয়েক আগে আবার উত্তরবঙ্গের জল্পেশ মন্দিরে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা কবলে পড়েছিলেন পূর্ণ্যার্থীরা। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারান ১০ জন। গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি ১৬ জন। নিহতদের পরিবারকে ইতিমধ্যেই ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য দিয়েছে রাজ্য সরকার। এমনকী, নিহতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা আর আহতদের ৫০ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।
কীভাবে ঘটল এমন মর্মান্তিক ঘটনা? তখন বৃষ্টি পড়ছে অঝোরে। সন্ধ্যায় কোচবিহারের শীতলকুচি থেকে পিক-আপ ভ্য়ানে জল্পেশ মন্দিরে যাচ্ছিলেন একদল পুণ্যার্থী। জেনারটরের সাহায্যে পিক-অ্যাপ ভ্য়ানে বাজানো হচ্ছিল ডিজে। চ্যাংরাবান্ধার কাছে আচমকাই চিৎকার করতে শুরু করেন যাত্রীরা। তড়িঘড়ি পিক-আপ ভ্য়ানটি থামান চালক। ততক্ষণে বিদ্য়ুৎস্পৃষ্ট হয়ে জ্ঞান হারিয়েছেন অনেকেই। হাসপাতালে নিয়ে গেলে ১০ জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। গুরুতর আহত হয়ে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি ১৬ জন।
আরও পড়ুন: Anubrata Mondal Goruchor: অনুব্রতকে দেখতেই 'গোরুচোর' চিৎকার, ন্যাড়া করে লাঠি দিয়ে মারার নিদান!
এদিকে এই ঘটনার পর জল্পেশ মন্দিরে যাওয়ার পথে ডিজে বাজানোয় নিষেধাজ্ঞা জারি করেছে জলপাইগুড়ি জেলা প্রশাসন। এমনকী, মন্দিরের গর্ভগৃহে পূণ্য়ার্থীদের প্রবেশ না করার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। তাহলে কিভাবে শিবের মাথায় জল ঢালবেন ভক্তেরা? প্রশাসনকে বিকল্প ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে আদালত।