জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: খাঁচা বসানোর সাতদিনের মধ্যেই খাঁচাবন্দি হল চিতাবাঘ। সোমবার  সকালে স্থানীয় বাসিন্দারা খাঁচার মধ্যে থেকে চিতাবাঘের গর্জন শুনতে পান। কাছে গিয়ে দেখেন সত্যিই এক পূর্ণবয়স্ক লেপার্ড খাঁচাবন্দি! খাঁচার মধ্যেই সে ছোটাছুটি করছে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বন দফতরের খুনিয়া স্কোয়াডে। এদিকে খবর জানাজানি  হতেই বহু মানুষের ভিড় জমে এলাকায়। বনকর্মীরা এসে খাঁচা-সমেত লেপার্ড নিয়ে চলে যান।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Bankura: মরে যাচ্ছে গন্ধেশ্বরী, তার চলার পথ আটকে দাঁড়িয়ে বালির পাহাড়! সরকারই বন্ধ করছে নদী?


ইদানীং সন্ধ্যার পরেই চা-বাগান থেকে শ্রমিক মহল্লায় ঢুকে পড়ছিল লেপার্ডটি। নিয়ে যাচ্ছিল ছাগল-কুকুর। আতঙ্কে লোকজন বাড়ির বাইরে বের হচ্ছিলেন না। চা-বাগানে রাতের পাহারাদারেরাও আতঙ্কে ছিলেন। বাগান কর্তৃপক্ষের তরফে চিতাবাঘ ধরতে বন দফতরের কাছে খাঁচা বসানোর আবেদন জানানো হয়। ২৪ জুলাই বাগানের ফাইভ বি সেকশনে ওই খাঁচা বসানো হয়। সাত দিন পরে, গতকাল সোমবার খাঁচায় বন্দি হয় পূর্ণ বয়স্ক ওই পুরুষ চিতাবাঘ। 


আরও পড়ুন: Bankura: ছাদে ব্যায়াম করার সময় মৃত্যু? পা পিছলে নীচে পড়ার মধ্যে রহস্যের গন্ধ...


অবশেষে লেপার্ডটি খাঁচাবন্দি হওয়ায় আতঙ্ক কমল বাগান শ্রমিক-সহ সাধারণ মানুজনের। খুনিয়া স্কোয়াডের রেঞ্জার সজল কুমার দে বলেন, এটি একটি পূর্ণবয়স্ক পুরুষ লেপার্ড। এটিকে গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)