রণজয় সিংহ: স্বামীর অনুপস্থিতিতে বৌমার উপর কুনজর ছিল শ্বশুরের। বৌমা প্রতিবাদ করাতে খুনের অভিযোগ। হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের মৃতার বাবার। ঘটনার পর থেকেই পলাতক শ্বশুর ও শাশুড়ি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এক গৃহবধূকে খুনের অভিযোগ উঠেছে শ্বশুরের বিরুদ্ধে। এমন কী ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে শাশুড়ি এমনও অভিযোগ উঠেছে। থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে তাঁদের বিরুদ্ধে।


জানা গিয়েছে ভিন রাজ্যে কাজ করত মৃতার স্বামী। আর স্বামীর অনুপস্থিতিতেই বৌমার উপর কুনজর ছিল শ্বশুড়ের। ওই গৃহবধূ সেটা বুঝতে পেরে তার বাবার বাড়ির লোককে জানায়। তার বাবার বাড়ির লোকেরা গৃহবধুর স্বামীকেও এই নিয়ে জানায়। মৃতা গৃহবধূর বাবার সন্দেহ সেই রাগের জেরেই গতকাল রাতে তার শ্বশুর খুন করে ওই মহিলাকে।


আরও পড়ুন: Saugata Roy: 'কাজ করছে না কামারহাটি পুরসভা', প্রকাশ্যেই বিস্ফোরক সৌগত ধমকালেন গোপাল সাহাকে!


মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিস। পলাতক অভিযুক্ত শ্বশুড় ও শাশুড়ি। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার দক্ষিণ তালগ্রাম এলাকার ঘটনা।


মৃতার পরিবার সূত্রে জানা গেছে দেড় বছর আগে ওই গ্রামের বাসিন্দা মহিদুল হকের সঙ্গে তাদের মেয়ে আদুরি খাতুনের বিয়ে হয়। কিন্তু মৃতার স্বামী ভিন রাজ্যে কর্মরত। শ্বশুর বাড়িতে শ্বশুর-শাশুড়ির সঙ্গে থাকতো আদুরি। স্বামীর অনুপস্থিতিতে তার শ্বশুর মান্নান কুনজরে দেখতো ওই গৃহবধূকে। দেওয়া হতো বিভিন্ন প্রস্তাব।


এমনকি মৃতার শাশুড়ি এই নিয়ে বুঝতে পারলেও কোনও প্রতিবাদ করেনি বলে জানা গিয়েছে। কিন্তু কিছুদিন আগে ওই গৃহবধূ শশুরের আচরণের বিরুদ্ধে প্রতিবাদ করে তার বাবার বাড়ির লোককে সমস্ত ঘটনা জানায়।


আরও পড়ুন: Student Missing: পরীক্ষা দিয়ে আর ফেরেনি মেয়ে; মুখ্যমন্ত্রীর দফতরে গিয়েও কাজ হয়নি, কান্নায় ভেঙে পড়লেন মা


বাবার বাড়ির লোকেরা গৃহবধূর স্বামীকেও বিষয়টি নিয়ে বলে। সেই সময় তার স্বামী বিষয়টি দেখার আশ্বাস দেয়। মৃতার বাবার বাড়ির লোকের সন্দেহ তাদের মেয়ে প্রতিবাদ করেছিল বলেই সেই রাগে তার শ্বশুর গতকাল রাতে আদুরিকে খুন করেছে।


গৃহবধূর বাবার বাড়ির লোকেরা বিষয়টি যখন জানতে পারে তারা এসে দেখে শ্বশুরবাড়ির ঘরে একটি খাটের মধ্যে পড়ে রয়েছে আদুরির মৃত দেহ। শশুর এবং শাশুড়ি দুজনেই পলাতক। তারপরে হরিশ্চন্দ্রপুর থানায় শ্বশুর এবং শাশুড়ির নামে লিখিত অভিযোগ দায়ের করে মৃতার বাবা। মৃতদেহ উদ্ধার করে মালদা মেডিকেল কলেজে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিস। সমগ্র ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত। অভিযুক্তদের খোঁজে চলছে তল্লাশী।


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)