নিজস্ব প্রতিবেদন:   শনিবার কাজে এসেছিলেন কলকাতায়। আর বাড়ি ফেরেননি তিনি।  মঙ্গলবার সকালে ডায়মন্ডহারবারের যুবতীর দেহ উদ্ধার হল জাতীয় সড়কের পাশ থেকে। তদন্তে জানা গেল, মোবাইলের জন্য বন্ধুর হাতে খুন হতে হল তাঁকে।   মৃতের নাম মঞ্জু হালদার (২১)।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন:  মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি, সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল রাজীব-মামলার শুনানি


ডায়মন্ডহারবারের  কুল্পির দক্ষিণ বেড়নদলি গ্রামের  মঞ্জু  কলকাতার একটি বেসরকারি সংস্থার কর্মরত ছিলেন। প্রত্যেকদিন বাড়ি থেকেই কলকাতায় যাতায়াত করতেন তিনি। পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে বাড়ি ফেরেননি মঞ্জু। পরিবারের তরফে সম্ভাব্য সব জায়গায় তাঁর খোঁজ করা হয়। আত্মীয়দের বাড়িতেও খোঁজ করা হয়।  থানায় নিখোঁজ ডায়েরি করা হয়।


আরও পড়ুন, বাহিনীর কল্যাণে ৩ মাসের বেতন দান করলেন অভিষেক, লিখলেন মর্মস্পর্শী চিঠি


মঙ্গলবার সকালে ডায়মন্ডহারবারের গৌরীপুরের ১১৭ নম্বর জাতীয় সড়কের পাশ থেকে মঞ্জুর দেহ উদ্ধার হয়। তদন্তে নেমে পুলিস,  বারুইপুর রাসমাঠ এলাকা থেকে সঞ্জু ভাণ্ডারি  নামে এক যুবককে গ্রেফতার করে ডায়মন্ড হারবার থানার পুলিশ।


সঞ্জুকে জেরা করে পুলিস জানতে পেরেছে, মঞ্জু ও সঞ্জু দুজনে বন্ধু ছিল।  শনিবার রাতে  কলকাতা থেকে কাজ সেরে বাড়ি ফেরার পথে দুই বন্ধু মধ্যপান করে,  তারপর মঞ্জুর মোবাইল নিয়ে নেওয়ার জন্যই তাঁকে খুন করে সে।   তার বিরুদ্ধে ৩০২,২০১, ৩৪ ধারায়  মামলা করা হয়েছে।