ওয়েব ডেস্ক: হুগলির ধনেখালিতে দুষ্কৃতী দৌরাত্ম্যের শিকার ১ স্বর্ণ ব্যবসায়ী। বুধবার রাতে দোকন  বন্ধ করে বাইকে দশঘড়া থেকে চাঁপাডাঙার বাড়িতে ফিরছিলেন রথিন পাত্র। অভিযোগ, গোপিনাথপুরের কাছে ব্যবসায়ীর বাইক আটকায় জনা কয়েক দুষ্কৃতী। প্রথম বচসা, তারপর ধস্তাধস্তি। ঘটনায় স্থানীয়দের ভিড় জমে গেলে গুলি চালিয়ে এলাকা ছেড়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। রক্তাক্ত অবস্থায় গুলিবিদ্ধ ব্যবসায়ীকে তারকেশ্বর গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রথিন পাত্রের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল।


অন্য দিকে, বীরভূমের দুবরাজপুরে বিস্ফোরণের ঘটনায় বাড়ির মালিককে গ্রেফতার করেছে পুলিস। লোকপুর এলাকার ডেমুরটিটা গ্রামে বিস্ফোরণে বাড়ির ছাদ উড়ে যায়। তারপর থেকেই পলাতক ছিলেন বাড়ির মালিক শেখ সমির চাঁদ। ঝাড়খণ্ড পালানোর সময় মুড়াবেড়িয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিস। পরিবারের দাবি, এই ব্যক্তি স্থানীয় তৃণমূল নেতা। (আরও পড়ুন- জমি নিয়ে বিবাদের জের; ব্যাট, বাঁশ দিয়ে পেটানো হল অন্তঃসত্ত্বাকে)