নিজস্ব প্রতিবেদন:  পুজোর প্যান্ডেল নির্মাণ প্রায় শেষ। সোমবার সকালে পাড়ার পুজোর সেই প্যান্ডেলের মধ্যেই গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার হল প্যান্ডেল কর্মীর দেহ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার অশোকনগরের মিলন সঙ্খ ক্লাব এলাকায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: পদ খোয়ালেন ব্লক যুব সভাপতি, ক্যানিং গুলিকাণ্ডে কড়া তৃণমূল


 মৃত সহাদেব আচার্য অশোকনগর সেন ডাঙার বাসিন্দা। তিনি মিলন সঙ্ঘ ক্লাবের পুজোর প্যান্ডেল নির্মাণের কাজ করছিলেন।  গত  কয়েকদিন ধরে প্যান্ডেলের কাজ বন্ধ ছিল।  সোমবার সকালে এলাকার বাসিন্দারা প্যান্ডেলের  ভিতর ঢুকে দেখতে পান  সহদেব প্যান্ডেলের বাঁশে ফাঁস লাগিয়ে ঝুলছেন। খবর দেওয়া হয় থানায়। পুলিস ও দমকল কর্মীরা  গিয়ে দেহ উদ্ধার করে।



আরও পড়ুন: গণতন্ত্রের টুঁটি চেপে ধরছে মমতার সরকার, রাষ্ট্রপতিকে বললেন দাড়িভিটে নিহতদের পরিজনরা


পরিবার সূত্রে জানা গিয়েছে, দুদিন আগে অর্থাত্ শনিবার বাড়ি থেকে কাজে বেরিয়েছিলেন সহদেব।  তারপর থেকে আর বাড়ি ফেরেননি। শনিবার রাতভর খোঁজাখুজির পর রবিবার সকালে অশোকনগর থানায় নিখোঁজ ডায়েরি  করে সহদেবের পরিবার।  সোমবার সকালেই তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়।


প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, আত্মহত্যা করেছেন সহদেব।  কিন্তু কী কারণে আত্মহত্যা, তা এখনও স্পষ্ট নয়। এই ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।