নিজস্ব প্রতিবেদন:  জমির আল নিয়ে প্রতিবেশীর সঙ্গে  বচসা দীর্ঘদিনের।  কিন্তু তার পরিণতি যে এমন ভয়ঙ্কর হবে, তা ভাবেনি কেউ। প্রতিবেশীর ছোড়া মাছ ধরার কোচে বিদ্ধ হল গাল। ওই অবস্থাতেই হাসপাতালে হেঁটে এলেন ওই ব্যক্তি।ঘটনাটি ঘটেছে বনগাঁর ধরম পুকুরিয়া এলাকায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: পরীক্ষায় পায়ের নীচ থেকে উদ্ধার টুকলি, বাড়ি ফিরে আত্মঘাতী ছাত্রী


জমির আল নিয়ে পুকুরিয়া এলাকার বাসিন্দা বিশ্বজিত্ ঠিকাদারের  সঙ্গে  প্রতিবেশী নিখিল মল্লিকের বচসা দীর্ঘদিনের।  সোমবার  সকালে বাড়ির সামনে দাঁত মাজঝিলেন বিশ্বজিত্।  সে সময় আচমকা নিখিল ও তাঁর স্ত্রী  একটি মাছ ধরার কোচ এবং দাঁ নিয়ে হামলা চালান বলে অভিযোগ।  কোচটি এমনভাবে নিখিল ছোড়ে তাতে বিশ্বজিতের মুখের চামড়ায় বিঁধে যায়।



আরও পড়ুন: শিকার ধরতে এসে নিজেই ফাঁদে পড়ল চিতাবাঘ!


মুখের ভিতরে কোচ ঢোকানো অবস্থাতেই বনগাঁ হাসপাতালে চলে আসেন আহত বিশ্বজিত্। ওই অবস্থায় তাঁকে দেখে ঘাবড়ে যান চিকিত্সকরাও।  আহত ব্যক্তিকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে।


আরও পড়ুন: নির্দিষ্ট দিনে বাড়ি না ছাড়ায় সমকামী যুগলকে ‘মার’ বাড়িওয়ালার


অভিযুক্ত নিখিলের বিরুদ্ধে অসামাজিক কাজের একাধিক অভিযোগ রয়েছেএলাকায়।  ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। বনগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে বলে পরিবার সূত্রে খবর। আপাতত বিশ্বজিতের চিকিতসার অপেক্ষায় পরিবারের সদস্যরা।