Malbazar: পঞ্চায়েতের ফলপ্রকাশের বৃষ্টিভেজা রাতে পাঁচটি বাড়ি গুঁড়িয়ে দিল বুনো হাতি...
Malbazar: সব মিলিয়ে খুব বড়সড় ক্ষয়ক্ষতির মুখে পড়েছে এলাকা। স্থানীয় মানুষ আলো জ্বালিয়ে, পটকা ফাটিয়ে হাতিগুলিকে জঙ্গলমুখী করার চেষ্টা করে। শেষ মুহূর্তে বিন্নাগুড়ি বন্যপ্রাণ দফতরের কর্মীরা এসে হাতিগুলিকে ডায়না জঙ্গলে তাড়িয়ে দেন।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের চা-বাগানে হাতির হানা। মঙ্গলবার গভীর রাতে ডায়না জঙ্গল থেকে শাবক-সহ প্রায় ১২ টি হাতির একটি দল বানারহাট ব্লকের দেবপাড়া চা-বাগানে বিভিন্ন শ্রমিক লাইনে হানা দেয়। এক রাতে দলটি পরপর ৫টি শ্রমিক আবাসে হানা দিয়ে ঘরের ভিতরে থাকা চাল-আটা-সহ সমস্ত খাদ্যসামগ্রী সাবাড় করে। এর জেরে ল্যাপটপ-সহ ঘরের নানা আসবাবপত্র ও বাইকের ক্ষতি হয়।
বাসিন্দারা জানান, বাইরে তখন অনবরত বৃষ্টি, আওয়াজ পেয়ে ঘরের বাইরে আসি। চোর-টোর নাকি? বাইরে বেরিয়ে আক্কেল গুড়ুম। দেখি, হাতি ঘর ভাঙছে। দেবপাড়া হাসপাতালের এক ফার্মাসিস্ট সঞ্জয় সরকার। তিনি বলেন, আমার কোয়ার্টারের কাছে তিনটি হাতি চলে আস। এর মধ্যে একটি ছোট হাতি ঘরের ভিতরেও ঢুকে পড়ে। ওই শাবকটি ৯ টি ঘরে হানা দিয়ে ৬টি দরজা ভেঙে ফেলে। ভয়ে আমরা পেছনের দরজা দিয়ে হাসপাতালের দিকে ছুটে পালাই।
সব মিলিয়ে খুব বড়সড় ক্ষয়ক্ষতির মুখে পড়েছে এলাকা। এরপর স্থানীয় মানুষ বাইকের লাইট জ্বালিয়ে, পটকা ফাটিয়ে হাতিগুলিকে জঙ্গলমুখী করে।
আরও পড়ুন: WB Panchayat Election 2023: স্বামী-স্ত্রী লড়ছিলেন পঞ্চায়েত ভোটে, ফল প্রকাশ হতে অবাক দু'জনই
শেষ মুহূর্তে বিন্নাগুড়ি বন্যপ্রাণ দফতরের কর্মীরা এসে হাতিগুলিকে ডায়না জঙ্গলে তাড়িয়ে দেন। হাতির আতঙ্কমুক্ত হন বাগানের হাসপাতাল লাইনের বাসিন্দারা। ভোরের দিকে জঙ্গলের কাছাকাছি দেখা যায় হাতিগুলিকে।