নিজস্ব প্রতিবেদন: বড়শিতে গাঁথা টোপ গিলে ধরা পড়ল বিশাল বোয়াল। জলপাইগুড়ি স্টেশন বাজারের পাইকারি মাছ বাজারে দর উঠল দু-হাজার টাকা। ৮০০ টাকা কিলো দরে বিক্রি করলেন দোকানি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বৃহস্পতিবার বাঘাযতীন কলোনির বাসিন্দা জয়ন্ত ধরের মনের অবস্থা খানিক এমনই ছিল। অন্যদিনের মতো সকাল সকাল ছিপ নিয়ে চলে গিয়েছিলেন জলপাইগুড়ির করলা নদীতে। দারাঙ্গী মাছের টোপ লাগিয়ে কিছুক্ষণ বসে থাকার পরই ফাতনায় টান পড়ে। অভিজ্ঞ মাছ শিকারী বুঝে যান, বড়সড় কিছু ধরা পড়েছে।


আরও পড়ুন:  সন্ধের চায়ের আড্ডায় জমিয়ে খান মুচমুচে, মজাদার স্বাদের চিকেন কুরকুরি


ছ-কিলোর ওপর রুপোলি বোয়াল দেখেই সটান স্টেশন বাজারের পাইকারি মাছ বাজারে নিয়ে যান জয়ন্ত। এক কিলো, দু কিলোর বোয়াল ধরা পড়লেও চলতি বছরে এতবড় মাছ আর ধরা পড়েনি। কেনার জন্য হুড়োহুড়ি পড়ে যায় বিক্রেতাদের মধ্যে। শেষপর্যন্ত দু হাজার টাকায় মাছটি কেনেন সঞ্জয় দাস। বছর পাঁচেক আগে একবার এর থেকেও বড় সাইজের বোয়াল পেয়েছিলেন জয়ন্ত ধর। সেবার বড়শিতে গাঁথা মাছের ওজন ছিল বারো কিলো ছশ।