Rampurhat Arson: হাসপাতাল থেকে বেপাত্তা আহত নাবালক!
প্রশ্নের মুখে পুলিসের ভূমিকা।
নিজস্ব প্রতিবেদন: রামপুরহাটকাণ্ডে (Rampurhat Arson) তোলপাড় গোটা রাজ্যে। ৭২ ঘণ্টার মধ্যে যখন রিপোর্ট তলব করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক (Union Home Ministry), তখন হাসপাতাল থেকে বেপাত্তা আহত নাবালক! কীভাবে? পুলিস-প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।
রাজনৈতিক অশান্তিতে ফের উত্তপ্ত বীরভূম (Birbhum)। রামপুরহাটে বোমার আঘাতে তৃণমূলের উপ-প্রধানের মৃত্যুর পর, আগুন ধরিয়ে দেওয়া হল বেশ কয়েকটি বাড়িতে! অগ্নিদগ্ধ হয়ে এখনও পর্যন্ত মারা গিয়েছেন ৮ জন। তবে, ওই নাবালক অবশ্য প্রাণে বেঁচে গিয়েছে। অগ্নিদগ্ধ অবস্থায় তাকে আনা হয়েছিল রামপুরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে (Rampurhat Super Specality Hospital)। তিনতলায় শিশুদের ওয়ার্ডে ভর্তি ছিল সে।
আরও পড়ুন: Rampurhat Arson: ভাদু শেখ খুনে অগ্নিগর্ভ রামপুরহাট, অনুব্রত গড়ে কে এই 'দাবাং নেতা'?
বেপাত্তা হল কীভাবে? হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, পরিবারের লোকেরা না জানিয়েই ওই নাবালককে নিয়ে চলে গিয়েছেন! রামপুরহাটকাণ্ডে আহতেরা ভর্তি সিসিইউ-তে। হাসপাতালের বাইরে কড়া পুলিসি প্রহরা। তাহলে কীভাবে এই ঘটনা ঘটল? তা নিয়ে প্রশ্ন উঠেছে।
এদিকে রামপুরহাটকাণ্ডে পুলিসের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে রাজ্যের স্বরাষ্ট্র দফতরের অন্দরেই। তৃণমূলের উপ-প্রধান খুন হওয়ার দেড় ঘণ্টার পর অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এই দেড় ঘণ্টা পুলিস কী করল? উপ-প্রধানকে খুনের পর যে তাঁর অনুগামীরা উত্তেজিত হয়ে উঠতে পারেন, তা কেন আঁচ করা গেল না ? খুনের পর নিহত ভাদু শেখের গ্রামেরইবা পুলিস গেল না কেন? এমনই নানা প্রশ্ন উঠেছে।