Burdwan: মেডিক্যাল কলেজে জুনিয়র ডাক্তারের রহস্যমৃত্যু, খুনের অভিযোগ পরিবারের
হস্টেলের ছাদ পড়ে কি মৃত্যু?
নিজস্ব প্রতিবেদন: আর ক'দিন পরে হাউস স্টাফ হিসেবে কাজ যোগ দেওয়ার কথা ছিল সার্জারি বিভাগে। বর্ধমান মেডিক্যাল কলেজে ও হাসপাতালে হস্টেলে জুনিয়র ডাক্তারের মৃত্যুতে ঘনাচ্ছে রহস্য। খুনের অভিযোগ করেছেন মৃতের পরিবারের লোকেরা। তদন্তে নেমেছে পুলিস।
মৃতের নাম মোবারক হোসেন। বাড়ি, পূর্ব বর্ধমানে নাদনঘাটে। বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালেরই ছাত্র ছিলেন মোবারক। হাসপাতাল সূত্রে খবর, ইন্টার্নশিপ করছিলেন তিনি। ১৬ অগাস্ট কাউন্সেলিংর পর সার্জারি বিভাগে হাউস স্টাফ হিসেবে যোগ দেওয়ার কথা ছিল ওই জুনিয়রের ডাক্তারের।
আরও পড়ুন: Pandabeswar: দলীয় কর্মীর সঙ্গে দেখা করতে গিয়ে বিক্ষোভের মুখে জিতেন্দ্র তিওয়ারি
মৃতের বাবার দাবি, মঙ্গলবার গভীর রাতে খবর পান, ছেলের শারীরিক অবস্থা গুরুতর। ভোরে যখন হাসপাতালে পৌঁছন, ততক্ষণে সব শেষ! কীভাবে মৃত্যু? খুনের অভিযোগ করেছেন তিনি। দাবি, দেহে নাকি টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার চিহ্ন ছিল। মোবারক হোসেনের বাবা কথায়, 'ছেলের সঙ্গে একটি মেয়ের ছবি ফেসবুকে দেখেছিলাম। বিয়েতে আপত্তি ছিল না, সেকথা ওকে জানিয়েছিলাম'। সোমবার শেষবার বাড়ির লোকের সঙ্গে মৃতের শেষবার ফোনে কথা হয়।
আরও পড়ুন: Weather Update: উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস, জারি কমলা সতর্কতা, বৃষ্টি দক্ষিণেও
জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে আচমকাই ভারী কিছু পড়ার শব্দ পান বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে বয়েজ হোস্টেলের আবাসিকরা। তড়িঘড়ি করিডরে চলে আসেন সকলে। দেখেন, নিচে উপুড় হয়ে পড়ে রয়েছেন মোবারক হোসেন! দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিত্সা শুরু হয়েছিল। কিন্তু শেষপর্যন্ত আর বাঁচানো যায়নি।
(Zee 24 Ghanta App: দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)