নিজস্ব প্রতিবেদন:  জমি সংক্রান্ত বিবাদ। তার জেরে শ্বশুরের শ্বাসনালি কেটে খুনের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাক ঘিরে চাঞ্চল্য মালদার চাঁচলের মতিহারপুরের দীঘা বসতপুর গ্রামে। মৃতের নাম রব্বুল হোসেন (৬৫)। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত মনসুর আলি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



রব্বুল হোসেনের পরিবারের সদস্যদের বয়ান অনুযায়ী, বুধবার রাতে এলাকায় লাঠিখেলা দেখতে গিয়েছিলেন সকলে। বাড়িতে একাই ছিলেন রব্বুল হোসেন। অভিযোগ, মনসুর আলি সেই খবর আগে থেকেই জানত। ফাঁকা বাড়িতে রব্বুলের ওপর চড়াও হয় সে। একটি ধারালো অস্ত্র দিয়ে রব্বুলের গলায় আঘাত করে। রক্তাক্ত অবস্থাতে বাড়ির উঠোনেই লুটিয়ে পড়েন রব্বুল।


মধ্যমগ্রাম শুটআউট: সিন্ডিকেট ব্যবসায় ঈর্ষান্বিত হয়ে রাখালকেই খুনের ছক কষেছিলেন আক্রান্ত তৃণমূলনেতা!


বাড়ি ফিরে রব্বুলকে মাটিতে পড়ে কাতরাতে দেখেন পরিবারের সদস্যরা। দ্রুত তাঁকে উদ্ধার করে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকরা মৃত বলে ঘোষণা করেন।


পরিবারের অভিযোগ, একটি পারিবারিক জমি নিয়ে রব্বুলের সঙ্গে জামাই মনসুরের দীর্ঘদিনের ঝামেলা চলছিল। ইদানীং তা চরমে ওঠে। সেই কারণেই মনসুর খুন করেছে বলে অভিযোগ। চাঁচল থানার পুলিস তদন্ত শুরু করেছে।