নিজস্ব প্রতিবেদন:  স্ত্রী ও সন্তানের ওপর অত্যাচারের প্রতিবাদ করেছিলেন প্রতিবেশী প্রৌঢ় ও তাঁর ছেলে। তার জেরে তাঁদের ওপরই চলল ছুরি নিয়ে হামলা। ঘটনাটি ঘটেছে কালনার মন্তেশ্বরের মামুদপুর গ্রামে। আহতরা মন্তেশ্বর গ্রামীণ হাসপাতালে ভর্তি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



জানা গিয়েছে,  আদু মোল্লার নামে এক ব্যক্তি বৃহস্পতিবার রাতে তাঁর স্ত্রী ও সন্তানকে মারধর করছিল। স্বামীর মারের হাত থেকে বাঁচতে প্রতিবেশী সিরাজুল শেখের বাড়িতে আশ্রয় নেন তার স্ত্রী আজমিরা বেগম। কিন্তু অভিযুক্ত সেখানেও চড়াও হয়। তাতে বাধা দেন সিরাজুল ও তার বাবা ছাত্তার শেখ।


প্রকাশ্যে গুলিতে এফোঁড় ওফোঁড় এলাকার ‘দাদা’র গলার নলি, উত্তেজনা নরেন্দ্রপুরে


আদু মোল্লা তাঁদের ওপরও ছুরি নিয়ে হামলা চালায়। এলোপাথাড়ি কোপ মারতে থাকে সে। এরফলে সিরাজুল ও তাঁর বাবার শরীরে একাধিক ক্ষত তৈরি হয়েছে। স্থানীয়রাই তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত।