নিজস্ব প্রতিবেদন: ডাকাতি করতে আসা দুই যুবককে চিনে ফেলেছিলেন গৃহকর্তা। ‘অপারেশন’এর পর  ধারালো অস্ত্র দিয়ে গৃহকর্তাকে খুনের চেষ্টা ডাকাতদের।  আহত অবস্থা হাসপাতালে ভর্তি ওই ব্যক্তি। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরের দাদপুর এলাকার গুঞ্জুর পুর গ্রামে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: ধর্মঘটের দ্বিতীয় দিনে তিন জেলায় বাসে ভাঙচুর


আবেদ আলি কয়াল  দাদপুরের গুঞ্জুরপুর গ্রামের বাসিন্দা। মঙ্গলবার বিকালে স্ত্রীকে বোনের বাড়িতে পাঠিয়ে দেন তিনি। রাতে বাড়িতে একাই ছিলেন  পেশায় মাংস বিক্রেতা  আবেদ আলি। অভিযোগ, মঙ্গলবার  গভীর  রাতে দুজন ঘরের দরজা ভেঙে ঘরের মধ্যে ঢোকে।  একজন  গলায় ধারালো অস্ত্র ধরে. অপর জন  চাবি নিয়ে আলমারি থেকে টাকা বার করে।


আরও পড়ুন: হাবড়ায় রেললাইনের ওপর বোমা, বনগাঁ শাখায় ট্রেন চলাচল ব্যাহত


দুই দুষ্কৃতীকেই চিনতে পেরে যান আবেদ আলি। তখনই ধারালো অস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা করে দুষ্কৃতীরা। গলায় ও বুকে আঘাত লাগে তাঁর। কোনওক্রমে ঘর থেকে বেরিয়ে পাশেই নিজের বাবার কাছে চলে যান আবেদ। তাঁরাই তাঁকে স্থানীয় মথুরাপুর হাসপাতালে ভর্তি করান। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ডায়মন্ডহারবার জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তদন্তে নেমেছে মথুরাপুর থানার পুলিস। নগদ ১ লক্ষ ৬৩ হাজার টাকা লুঠ গিয়েছে বলে দাবি আবেদের। অভিযুক্ত ২ জনের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিস।