নিজস্ব প্রতিবেদন: কাটারি হাতে থানায় ঢুকে পড়লেন এক ব্যক্তি।  হাত দিয়ে ঝরছে টাটকা রক্ত। দৃশ্য দেখে স্তম্ভিত কর্তব্যরত পুলিস কর্তারাও। ঘটনাটি ঘটেছে হুগলির চুঁচুড়া থানায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পুলিস সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম ইন্দ্রজিত্ মণ্ডল।  পুলিসকে ইন্দ্রজিত্ জানিয়েছেন,   চুঁচুড়া মাঠের ধারে ডাচ ভিলাতে তাঁদের পৈত্রিক সম্পত্তি রয়েছে।  রাজেন্দ্র রামপাল নামে এক প্রোমোটার জোর করে তা দখল করতে চাইছেন। এই বিষয়টি নিয়ে দীর্ঘদিন বিবাদ চলছিল দুজনের মধ্যে।


আরও পড়ুন: চোখ রাঙাচ্ছে ‘তিতলি’, দুপুরের পর থেকেই কলকাতা-পার্শ্ববর্তী এলাকায় শুরু হবে বৃষ্টি!


অভিযোগ, শুক্রবার সকালে ওই  রাজেন্দ্র রামপাল জোর করে দরজা ভেঙে ওই বাড়িতে ঢুকতে টচেষ্টা করেন। বাধা দেন ইন্দ্রজিত্। ধস্তাধস্তিতে হাত কেটে যায় ইন্দ্রজিতের ডান হাত। এরপর ঘরের কোণে রাখা কাঠারি নিয়ে রাজেন্দ্রের দিকে তেড়ে যান তিনি। অনেকটা দূর পর্যন্ত তাঁকে তাড়া করেন। রাজেন্দ্র পালিয়ে গেলেও কাঠারি হাতে চুঁচুড়া থানায় অভিযোগ জানাতে ঢুকে পড়েন তিনি।


আরও পড়ুন: বাথরুমে গায়ে আগুন লাগাল মেয়ে, পাশের ঘরে ঘুমোচ্ছে বাবা!


ইন্দ্রজিতের দাবি, অবৈধভাবে রাজেন্দ্র তাঁর পৈত্রিক সম্পত্তি দখল করতে চাইছে। যদিও রাজেন্দ্র রামপালের দাবি, ইন্দ্রজিতের বাবা জগন্নাথ মণ্ডল তাঁকে জমিটি বিক্রি করে দিয়েছেন। সেই সংক্রান্ত দলিলও রয়েছে তাঁর কাছে। তদন্তে নেমেছে পুলিস।