অরূপ বসাক: লটারিতে বাজিমাত, তাও আবার হোয়াটসঅ্যাপের দৌলতে! রাতারাতি কোটিপতি বনে গেলেন জলপাইগুড়ির মালবাজারের বাসিন্দা ওমপ্রকাশ প্রসাদ। সেই টাকায় এখন সামাজিক কাজ করতে চান তিনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা গিয়েছে, মালবাজার মহকুমার নাগরাকাটার খাসবস্তি এলাকার বাসিন্দা ওমপ্রকাশ প্রসাদ। কর্মসূত্রে থাকেন দিল্লিতে। নিয়মিত লটারি টিকিট কিনতেন তিনি। কীভাবে? নাগরাকাটার লাইনে হোটেলের কাছে রাস্তার পাশে একটি দোকান থেকে হোয়াটসঅ্যাপের মাধ্য়মে! ফোন পে করে টাকাও মিটিয়ে দিতেন।


আরও পড়ুন: WATCH VIDEO: প্রবল গরমের মাঝেই হলদিয়ায় ঘূর্ণিঝড়! দেখুন ভিডিয়ো..


তারপর? গতকাল, শনিবার সেভাবেই ১২০ টাকা দিয়ে একটি লটারির টিকিট কিনেছিলেন ওমপ্রকাশ। পরে সেই টিকিটের নম্বর মিলিয়ে দেখা যায়, ১ কোটি টাকা পুরস্কার জিতেছেন তিনি! খবর পেয়ে ইতিমধ্যেই দিল্লি থেকে চলে এসেছেন ওমপ্রকাশ। সংসার জন্য় খরচ করে, বাকি টাকা সামাজিক কাজ করতে চান ওমপ্রকাশ।



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)