নিজস্ব প্রতিবেদন:  প্রকাশ্যে নরেন্দ্রপুরে গুলি করে খুন এলাকার ‘দাদা’। ঘটনাকে ঘিরে উত্তেজনা নরেন্দ্রপুরের রেনিয়াতে। পুলিস গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মৃতের নাম বাবুসোনা সর্দার(৪০)। সে এলাকায় ‘দাদা’ বলেই পরিচিত ছিল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, বৃহস্পতিবার রাত ১১টা নাগাদ বাড়ির সামনের রাস্তা দিয়ে যাচ্ছিল বাবুসোনা। আচমকাই কয়েকজন দুষ্কৃতী তাকে লক্ষ্য করে গুলি চালায়। কিছু বুঝে ওঠার আগেই গুলিতে এফোঁড় ওফোঁড় হয়ে গলার নলি।


রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে সে। স্থানীয়রাই তাকে উদ্ধার করে এমআর বাঙ্গুর হাসপাতালে নিয়ে যান। চিকিত্সকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এরপরই উত্তেজনা ছড়ায় এলাকায়। বেশ কয়েকজন বিক্ষোভ দেখাতে থাকেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় নরেন্দ্রপুর থানার পুলিস। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।


টাকা দিয়ে শিক্ষকের ঋণ শোধ করা যায় না, শিক্ষারত্ন সম্মান দিতে গিয়ে বললেন মমতা


পুলিস সূত্রে জানা গিয়েছে, বাবুসোনা সর্দারের বিরুদ্ধে পুলিসের খাতায় একাধিক অভিযোগ রয়েছে। বেশ কয়েকবার জেলও খেটেছে সে। বর্তমানে জামিনে বাইরে ছিল। প্রাথমিক তদন্তের পর পুলিসের অনুমান, পুরনো শত্রুতার জেরেই খুন হয়ে থাকতে পারে বাবুসোনা। তবে এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয়দের সঙ্গে কথা বলছে পুলিস।


তবে ঘটনার পর থেকেই থমথমে এলাকা। এলাকায় যার এত দাপট ছিল, তারই প্রকাশ্যে এভাবে খুন! আতঙ্কিত স্থানীয়রা।