নিজস্ব প্রতিবেদন: ফেসবুকে লাইভ করে চলছিল আত্মহত্যার চেষ্টা। পুলিসের তত্‍পরতায় প্রাণ বাঁচল যুবকের। ঘটনাটি ঘটেছে গড়ফা থানা এলাকায়। যুবককে কাউন্সেলিং করা হচ্ছে। কেন তিনি চরম পথ বেছে নিচ্ছিলেন জানতে চলছে টানা  জিজ্ঞাসাবাদ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সময়টা শনিবার রাত ১.৩২, হঠাৎ ফোন যায় ১০০ ডায়ালে, ফোন তোলেন কন্ট্রোল রুমে কর্তব্যরত পুলিস কর্মী। ওপারে এক যুবকের গলা। জানান, তাঁর ফেসবুকের এক বন্ধু আত্মহত্যার চেষ্টা করছেন। ফেসবুক লাইভে তা দেখা যাচ্ছে। বন্ধুর বাড়ির সঠিক ঠিকানা জানাতে পারেননি তখনও।


ফোন পেতেই তৎক্ষনাৎ যুবকের প্রোফাইল থেকে IP অ্যাড্রেস লোকেট করে পুলিস। যুবকের কয়েকজন মিউচুয়াল ফ্রেন্ডের থেকে জোগাড় করা হয় ঠিকানা। মিনিট কুড়ির মধ্যে গড়ফা থানার SI সৌভিক দাস পৌছে যান যুবকের বাড়ি। বুঝিয়ে তাঁকে আত্মহত্যার হাত থেকে নিরস্ত করেন তিনি।


শুধু আত্মহত্যা থেকে নিরস্ত করা নয়। তার পরও যুবকের পাশে দাঁড়ান পুলিস কর্মীরা। কেন তিনি আত্মহত্যা করতে যাচ্ছিলেন তা এখনও স্পষ্ট নয়। মানসিকভাবে বিপর্যস্ত ওই যুবক ফেসবুকে আত্মহত্যা করে কাউকে দেখানোর চেষ্টা করছিলেন কিনা তাও খতিয়ে দেখছে পুলিস।