নিজস্ব প্রতিবেদন: দশ হাজার টাকার বিনিময়ে কোলের শিশুকে বিক্রি করতে যাচ্ছিলেন মা। এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠল কোন্নগরে। বাসিন্দাদের চাপে সন্তানবিক্রির কথা স্বীকার করেছেন ওই মা। তাঁর বক্তব্য, আর্থিক অনটনে সন্তান প্রতিপালন করতে পারছিলেন। সেজন্যই বিক্রি করার সিদ্ধান্ত। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আর্থিক অনটন। সন্তানের মুখে খাবার তুলে দিতে পারছেন না মা। প্রত্যন্ত গ্রামাঞ্চলে নয়, বরং কলকাতা থেকে কয়েক কিলোমিটার দূরে কোন্নগরের ১৯ ওয়ার্ডেই ঘটল এই ঘটনা। ১০ হাজার টাকার বিনিময়ে নিজের পুত্র সন্তানকে বিক্রি করতে যাচ্ছিলেন রাখি দত্ত নামে ওই মহিলা। তাঁর ৩টি সন্তান রয়েছে। আবারও একটি সন্তানের জন্মের পর সমস্যায় পড়েন তিনি। নিদারুণ আর্থিক অনটনে তাই শিশুটিকে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেন মা। 


প্রতিবেশি রুমা মণ্ডলের সাহায্যে সন্তানকে বিক্রির পরিকল্পনা করেন রাখিদেবী। কিন্তু জানাজানি হয়ে যেতে রাখি দত্তের বাড়িতে যান এলাকার বাসিন্দারা। তাঁদের চাপে সন্তান বিক্রির কথা স্বীকার করে নেন অভাবী মা। প্রতিবেশিরাই পুলিসে খবর দেন। ঘটনাটি খতিয়ে দেখছে পুলিস। 


আরও পড়ুুন- দেশে সঙ্ঘ, রাজ্যে তৃণমূল ধর্ষণকে হাতিয়ার করছে, নার্গিসের কুমন্তব্যে সেলিম