নিজস্ব প্রতিবেদন:  অশালীন ভাষার প্রতিবাদ করায় বৃদ্ধকে মারধর। স্বামীকে বাঁচাতে গিয়ে স্ত্রী সহ আক্রান্ত তিনজন। ঘটনাটি ঘটেছে কালনার জিউধারা এলাকায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: মাংস কিনতে গিয়েছিলেন মা, ফিরে এসে স্বামীকে দুই মেয়ের সঙ্গে যে অবস্থায় দেখলেন...


কালনার জিউধারা এলাকার পুরনো বাসিন্দা শেখ সামসুদ্দিন। অভিযোগ, তাঁর বাড়ির পিছনে প্রতিদিনই মদ জুয়ার ঠেক বসত। এলাকার কিছু যুবক সেখানে বসে মদ্যপান করত, গালিগালাজ করত। ওদের তাণ্ডবে ওই এলাকা দিয়ে সন্ধ্যার পর মেয়েদের চলাফেরা করাই দায় হয়ে উঠেছিল বলে অভিযোগ। এর আগেও একাধিকবার তাদের বারণ করা হয়েছিল। কিন্তু কোনও কথাই কানে তোলেনি তারা। অনেক রাত পর্যন্ত বাড়ির পিছনে বসে মাতলামো করত ওই যুবকরা। বহিরাগতদের আনাগোনাও লেগেই ছিল। গভীর রাত পর্যন্ত চলত গালিগালাজ।


আরও পড়ুন: নদীর ধারে বালির মধ্য়ে অর্ধনগ্ন শরীর...বিবাহিত মহিলার সঙ্গে যুবকের বেপরোয়া প্রেমের পরিণতি দেখল গ্রাম!


রবিবার রাতে ফের বাড়ি থেকে বেরিয়ে তাদের ওই এলাকা ছেড়ে চলে যেতে বলেন শেখ সামসুদ্দিন। অভিযোগ, তখনই তিন যুবক মত্ত অবস্থায় তাঁর ওপর হামলা চালায়। বৃদ্ধকে মারধর করে বলে অভিযোগ। লাঠি দিয়ে তাঁর  ওপর হামলা করে তারা। বৃদ্ধে চোখে মারাত্মক চোট লেগেছে। তাঁকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন স্ত্রী ও ছেলেও। আহতরা সকলেই কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিত্সাধীন।